ঢাকা রোববার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনাল আজ

পিএসজির প্রথম নাকি চেলসির দ্বিতীয়

পিএসজির প্রথম নাকি চেলসির দ্বিতীয়

ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) না ইংলিশ চেলসি। কার ঘরে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা। এই প্রশ্নের উত্তর মিলবে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়। এ সময়ে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে নির্ধারণ হয়ে যাবে কারা হতে যাচ্ছে বিশ্বসেরা ক্লাব। সাড়ে ৮২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে আসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রথমবারের মতো অনুষ্ঠিত বর্ধিত কলেবরের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে পিএসজি ও চেলসি। ফরাসি ক্লাবটি ইউরোপের বড় সব ক্লাবকে হারিয়ে প্রথমবার ক্লাব বিশ্বকাপ জয়ের দারপ্রান্তে, অন্যদিকে ২০২১-এর জয়ী চেলসির সুযোগ দ্বিতীয় শিরোপা জয়ের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী অপ্রতিরোধ্য পিএসজিকে মৌসুমের শেষ সাফল্য থেকে বিরত রাখতে হলে যেকোনো মূল্যে এই ম্যাচে ইংলিশ জায়ান্ট চেলসিকে জয়ী হতে হবে।

মে মাসের শেষে মিউনিখে ইন্টার মিলানকে ফাইনালে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে পিএসজি। সেই অনুভূতিকে পুঁজি করে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে খেলতে এসে ফাইনালের টিকেট পায় প্যারিসের জায়ান্টরা। ফাইনালে চেলসির বিপক্ষে ফেবারিটের তকমা নিয়েই মাঠে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে লুইস এনরিকের দল এ্যাথলেটিকো মাদ্রিদকে চার গোল দিয়েছিল। এরপর শেষ ষোলতে লিওনেল মেসির ইন্টার মিয়ামিকে দেয় আরও চার গোল। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে পিএসজি। শেষ চারে সাবেক তারকা কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদকেও ৪-০ গোলে ওড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে এনরিকের দল। ফরাশি জায়ান্টরা এখন এক অভাবনীয় অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ক্লাব বিশ্বকাপের শিরোপা জিততে পারলে ২০২৪/২৫ মৌসুমে সবগুলো শিরোপা ঘরে তোলার কৃতিত্ব দেখাবে পিএসজি। ফরাশি লিগ ওয়ান ও ইউরোপীয়ান শিরোপার পাশাপাশি এখন বিশ্ব শিরোপার দ্বারপ্রান্তে রয়েছে তারা। সেমিফাইনালে পর কোচ লুইস এনরিকে বলেছিলেন, ‘শুরু থেকেই এই লক্ষ্য নিয়েই আমরা মাঠে নেমেছিলাম। এই ধরনের কৃতিত্ব অর্জন করা সবসময়ই কঠিন। খুব অল্প সংখ্যক দলই এই ধরনের কৃতিত্বের ভাগীদার হয় কিংবা অর্জনের চেষ্টা করে।’ এবারের আসরে পিএসজির অন্যতম সেরা পারফর্মার ফরাশি তারকা ডিসায়ার ডুয়ে দলের সবাইকে আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমরা মোটেই অতি আত্মবিশ্বাসী নই। এই টুর্নামেন্টে বেশিরভাগ ম্যাচেই আমরা ফেবারিট ছিলাম। বলতে গেলে পুরো মৌসুমেই আমরা ভালো খেলেছি। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে কি হয় তা সময়ই বলে দিবে।’

এদিকে মৌসুম জুড়ে চেলসিরও সময়টা ভালোই কেটেছে। উয়েফা কনফারেন্স জয়ী ব্লুজরা এখন ফাইনাল দিয়ে শেষ হাসি হাসতে চায়। প্রিমিয়ার লিগেও চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। গ্রুপ পর্বে বোটাফোগোর কাছে পিএসজি পরাজিত হয়েছিল। চেলসিও ব্রাজিলিয়ান প্রতিপক্ষ ফ্ল্যামেঙ্গোর কাছে পরাজিত হয়েছিল। এরপর নক আউট পর্বে বেনফিকা ও দুই ব্রাজিলিয়ান দল পালমেইরাস ও ফ্লামিনেন্সকে হারিয়ে ফাইনালের টিকেট পায় চেলসি।

চেলসি ডিফেন্ডার লেভাই কোলউইল বলেছেন, ‘সবাই যদি মনে করে আমরা এই ম্যাচে পরাজিত হবো তবে আমাদের সত্যিকার অর্থেই হারানোর কিছু নেই। আমরা মাঠে নামবো এবং নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করবো। নিজেদের উপর সবার আত্মবিশ্বাস রয়েছে। আশা করছি সবাইকে বিস্মিত করতে পারবো।’

২০২৫ সালে ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে পিএসজির রেকর্ড দেখলেই বোঝা যাবে চেলসির সামনে কি ধরনের চ্যালেঞ্জ অপেক্ষায় করছে। ফরাশি চ্যাম্পিয়নরা এবার চ্যাম্পিয়ন্স লিগে প্রিমিয়ার লিগের চার দল ম্যানচেস্টার সিটি, লিভারপুল, এ্যাস্টন ভিলা ও আর্সেনালের মুখোমুখি হয়ে চারটিতেই জয়ী হয়েছে। এরইমধ্যেই মাসব্যাপী এই টুর্নামেন্টকে সর্বাত্মক সফল হিসেবে দাবি জানিয়েছে ফিফা। তবে ফাইনালে যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীণ প্রচণ্ড গরমের বিষয়টি সবাইকে চিন্তিত করে তুলেছে। চেলসি বস এনজো ফার্নান্দেজ বলেছেন এই গরমে দুপুরে খেলাটা খুবই বিপদজনক।

ফাইনাল ম্যাচটি স্থানীয় সময় ৩টায় শুরু হবে। ফাইনালে যে দলই জয়ী হোক না কেন আর্থিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে অংশগ্রহণকারী দলগুলো দারুনভাবে উপকৃত হয়েছে। প্রাইজমানি হিসেবে চেলসি ও পিএসজি উভয় দলই ১০০ মিলিয়নের উপর বাড়ি নিয়ে যাচ্ছে। ফাইনালে পর চূড়ান্ত অর্থের পরিমান স্পষ্ট হবে। সম্প্রতি উয়েফার আর্থিক আইন ভঙ্গের কারণে জরিমানার কবলে পড়া চেলসির জন্য এই অর্থ বেশ সহযোগিতা করবে বলেই সবার বিশ্বাস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত