ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

জন্মদিন নিয়ে বাড়াবাড়িতে নাখোশ ইয়ামালের মা

জন্মদিন নিয়ে বাড়াবাড়িতে নাখোশ ইয়ামালের মা

যখন ফুটবলবিশ্বের অনেকে মনে করতে শুরু করে, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, কিংবা দিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিদের পর আর কেউ হয়তো সেই উচ্চতায় পৌঁছাতে পারবে না। ঠিক তখনই আবির্ভাব ঘটে লামিন ইয়ামালের। মাত্র ১৬ বছর বয়সে এমন দক্ষতা, আত্মবিশ্বাস, আর অসাধারণ নৈপুণ্যে তিনি আজ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু। বার্সেলোনার স্প্যানিশ বিস্ময়বালককে নিয়ে এরইমধ্যেই বলা হচ্ছে-৫০ বছরে একবার দেখা মেলে এমন প্রতিভা।

লা মাসিয়া থেকেই উঠে আসা ইয়ামালকে অনেকেই বলছেন নতুন মেসি। তার খেলার ধরণ, বল নিয়ন্ত্রণ, জায়গা খোঁজা, আর চাপে নিজের সেরাটা বের করে আনার ক্ষমতা, এসবই মেসিকে মনে করিয়ে দেয়। তবে ইয়ামাল নিজে এসব তুলনায় যেতে নারাজ। তবু বাস্তবতা এই যে, বার্সার ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ অভিষেককারী, আর তারই হাতে আজ বার্সার ভবিষ্যৎ। বার্সেলোনার অর্থনৈতিক সংকটের সময়ই ইয়ামালের আবির্ভাব হয়, যখন ক্লাব ব্যয় সংকোচন নীতির কারণে বড় তারকা কিনতে পারছিল না। তখন জাভির দূরদর্শিতাই ইয়ামালকে মূল দলে টেনে আনে। সেই ঝুঁকি আজ ক্লাবের বড় সম্পদে রূপ নিয়েছে। ইয়ামালের চুক্তির ‘রিলিজ ক্লজ’ ১০০ কোটি ইউরো, যা থেকেই বোঝা যায়, বার্সেলোনা তার ভবিষ্যৎ কতোটা সুরক্ষিত করতে চায়। সতেরো পেরোনোর আগেই ফুটবল দুনিয়ায় হইচই ফেলে দেয়া ইয়ামাল জিতেছেন ইউরো শিরোপা। তার পায়ের জাদুতে বুঁদ হয়ে থাকে ফুবলবিশ্ব। সেই ইয়ামাল আজ ১৮তম জন্মদিন পালন করতে যাচ্ছেন। সেই জন্মদিন উদযাপনে চলছে বিপুল আয়োজন। ইয়ামাল নিজেও নাকি এই জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চান। কিন্তু এতটা বাড়াবাড়ি পছন্দ করছেন না তার মা। মাত্র ১৭ বছর বয়সেই স্পেন এবং বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে পরিচিতি পাওয়া ইয়ামাল এবার শিরোনামে এসেছেন একটি হীরার চেইন পরে, যার দাম শুনলে চোখ কপালে উঠবে অনেকের!

জুলাই ৮, ২০২৫ তারিখে অনলাইনে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দেখা যায়, ইয়ামালের গলায় ঝলমলে একটি হীরার চেইন। আমেরিকান স্পোর্টস মিডিয়া কমপ্লেক্স স্পোর্টস এই ভিডিওটি শেয়ার করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। জানা গেছে, চেইনটির মূল্য প্রায় ৪০০,০০০ ডলার, অর্থাৎ ৫ কোটি টাকা। এবং এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তরুণ ফুটবলারের জন্য। এই গহনার নকশা ও চাকচিক্য নজর কেড়েছে ভক্তদের, অনেকে এটিকে ‘নেক্সট লেভেল’ বলেও আখ্যা দিয়েছেন। চেইনটির পেছনে রয়েছে আরও একটি চমক। এটি উপহার দিয়েছেন ডোমিনিকান র‍্যাপার এমানুয়েল হেরেরা বাতিস্তা। চেইনে রয়েছে ইয়ামালের নামের আদ্যাক্ষরের আদলে বানানো পেন্ডেন্ট, যা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বিলাসবহুল গহনা নির্মাতা প্রতিষ্ঠান তাজিয়া ডায়মন্ডস।

স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জন্মদিনে আজ ইবিজায় একটি জমকালো পার্টি আয়োজন করতে যাচ্ছেন তিনি, যেখানে উপস্থিত থাকবেন বহু তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ইয়ামালের জন্মদিনে ইনফ্লুয়েন্সার, ইয়ামালের জন্মদিন ইবিজার পরিবর্তে বার্সেলোনায় বা কোনো সমুদ্রতীরে অনুষ্ঠিত হতে পারে। এতে স্ট্রিমার, সংগীতশিল্পী এবং ইয়ামালের সতীর্থরা উপস্থিত থাকবেন। উল্লেখযোগ্য তারকাদের মধ্যে বিজার‍্যাপ, ডুকি, ওজুনা এবং ব্যাড জ্যালের কথা শোনা যাচ্ছে। অবশ্য জন্মদিনের বিস্তারিত আয়োজন নাকি যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা কারছেন ইয়ামাল এবং আয়োজকের।

‘মার্কা’ আরও দাবি করেছে, ছেলের জন্মদিন উদযাপন ঘিরে এতো হইচই দেখে খুশি নন ইয়ামালের মা। এতে অবশ্য উদযাপনে ভাটা পড়ছে না। অনুষ্ঠানস্থলে মুঠোফোন নিয়ে প্রবেশও নিষিদ্ধ করা হতে পারে। এমনকি অনুষ্ঠানস্থলে কোনো ধরনের ছবি তোলার অনুমতি না দেওয়ার সম্ভাবনা আছে! এই পার্টির সঙ্গেই শেষ হবে ইয়ামালের ছুটি। আগামী ১৪ জুলাই তিনি বার্সেলোনার অনুশীলনে যোগ দেবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত