সর্বশেষ ম্যাচে বিরল এক অভিজ্ঞতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। ভুটানের বিপক্ষে এক ম্যাচে দুই ভেন্যুতে খেলেছে। গত মঙ্গলবার ডাবল লিগ পদ্ধতির প্রথম লেগের শেষ ম্যাচে দুই ভেন্যুতে অনুষ্ঠিত খেলায় ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়ন্সশিপে ৪৮ ঘণ্টা পেরুতে না পেরুতে আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভুটান। আজ সন্ধ্যা ৭টায় দিনের দ্বিতীয় ম্যাচে ফের মুখোমুখি এই দেশ দুটি। এর আগে বেলা ৩টায় লড়বে নেপাল ও শ্রীলংকা। দুটি ম্যাচই সম্প্রচার করবে টি-স্পোর্টস। খেলা ২টি হবে কিংস অ্যারেনার অনুশীলন টার্ফ মাঠে।
সাফে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ভিন্ন এক ম্যাচ দেখেছেন ক্রীড়ামোদীরা। যা ফুটবল ইতিহাসে ঘটনাবহুলই। বৃষ্টি ও কাদা মাঠের কারণে ৩ ঘণ্টা ম্যাচ বন্ধ ছিল। ঘাসের মূল ভেন্যু কিংস অ্যারেনা পালটে টার্ফের অনুশীলন মাঠে খেলা হয়েছে। এ নিয়ে স্বয়ং সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কার্টেলও অসন্তোষ প্রকাশ করেছেন। তবে মূল ভেন্যুর অবস্থা এখনও খুব একটা ভালো নয়। তাই সাফ সদরদপ্তর থেকে চার দলের কাছেই ভেন্যু পরিবর্তনের চিঠি পাঠানো হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সূত্রটি জানায়, কিংস অ্যারেনার মূল ভেন্যু বাদে আজ ও আগামী শনিবারের ৪টি ম্যাচ কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুষ্ঠিত হবে। এদিকে ৪৮ ঘণ্টার মধ্যে দু’বার ভুটানের মুখোমুখি হলেও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি অধিনায়ক আফঈদা খন্দকার। গতকাল বুধবার রিকভারি সেশন শেষে তিনি বলেন, ‘ভুটনের বিপক্ষে ম্যাচটি কঠিন ছিল। দুই মাঠে খেলা হয়েছে। মাঝের সময়টা বসে থাকতে হয়েছে। আজ (গতকাল) রিকভারি সেশন করেছি। কোচ আমাদের সঙ্গে বসেছেন। গত ম্যাচে যে ভুলগুলো ছিল তা ধরিয়ে দিয়েছেন। সামনে ম্যাচেও কি করতে হবে তা বলে দিয়েছেন। সামনের ম্যাচে আরও ভালো খেলব আশাকরি।’