
শুরুতে করোনা পরে বিসিবির নিয়মের কারণে ঢাকা প্রিমিয়ার লিগে বিদেশি ক্রিকেটার খেলানো বন্ধ ছিল এক মৌসুম। দুই বছর পর বিদেশি ক্রিকেটার আসার পথ আবার খুলছে। ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। শুধু ডিপিএলেই নয়, ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ফরম্যাটের আসর জাতীয় লিগেও বিদেশি খেলার অনুমতি দিচ্ছে টুর্নামেন্ট কমিটি। এতে প্রায় ২০ বছর পর এনসিএল খেলতে পারবেন বিদেশি ক্রিকেটাররা।
অবশ্য কমিটি চাইছে প্রতি দলে একজন করে বিদেশি খেলানো হোক। কিন্তু বেশ কয়েকটি ক্লাব দুজন বিদেশি খেলানোর অনুমতি চেয়েছে। দর্শক আগ্রহ, টুর্নামেন্টের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য বিদেশি ক্রিকেটারদের ফেরানোর কথা ভেবেছে বিসিবি।