
জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও পুলিশ। গতকাল সোমবার শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশ পুলিশ ৩৯-৭ গোলে হারিয়েছে মাদারীপুরকে। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ আনসার একপেশে লড়াইয়ে ৫৩-৩ গোলে ফরিদপুরকে হারায়। ফলে ‘এ’ গ্রুপে থেকে তিন ম্যাচের সবক’টিতে জিতে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপে চার ম্যাচের সবক’টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। আগামীকাল বুধবার শুরু হবে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। এই পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ৯টি দল। দ্বিতীয় পর্বের দলগুলো হচ্ছে জামালপুর, নওগাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঢাকা, বগুড়া ও গোপালগঞ্জ। দুই পর্বের চারটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে ২৪ আগস্ট হবে সেমিফাইনাল। ফাইনাল ২৫ আগস্ট।