ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এবার ভুটান গেলেন শিউলি

এবার ভুটান গেলেন শিউলি

সাবিনা খাতুন, মারিয়া মান্দা ও ঋতুপর্ণা চাকমাদের পথ অনুসরণ করে এবার ভুটান নারী লিগে খেলতে গেলেন আরও এক বাংলাদেশি ফুটবলার। গতকাল শুক্রবার সকালে ভুটানের উদ্দেশে ফ্লাইট ধরেছেন শিউলি আজিম। দেশটির নারী লিগের ক্লাব পারো এফসির জার্সিতে খেলবেন জাতীয় দলের এই ডিফেন্ডার। এবারই প্রথম বিদেশি লিগে খেলতে গেলেন শিউলি। যাওয়ার আগে বলেন, ‘ভালো লাগছে পারো এফসির হয়ে খেলব। ম্যাচ খেলতে পারলে ভালো লাগবে এবং টিমকে সাহায্য করার চেষ্টা থাকবে।’ দেশ ছাড়ার আগে নিজের ফেসবুক পেজে লেখেন, সবার আশীর্বাদ প্রত্যাশী। শিউলিকে নিয়ে ভুটানের ক্লাবে যোগ দেয়া বাংলাদেশের নারী ফুটবলারের সংখ্যা দাঁড়াল ১৬ জন। আরেক ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন নীলার যাওয়ার কথা রয়েছে আগামী সপ্তাহে। পরীক্ষার কারণে আপাতত যেতে পারছেন না বলেই জানান তিনি।

পারো এফসির হয়ে আগেই খেলতে যান সাবিনা, ঋতুপর্ণা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। এরপর একে একে ভুটান লিগে নাম লেখান— মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র। সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র খেলছেন থিম্পু সিটির হয়ে এবং মাসুরা, রুপনা ও কৃষ্ণা খেলছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে পরে আরও যোগ দেন তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা। এই তিন জন ভুটান লিগের দল রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলছেন। গত সপ্তাহে তাদের সঙ্গে যোগ দেন জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার, শাহেদা আক্তার রিপা ও মিডফিল্ডার স্বপ্না। এই তিন জনের ক্লাব রয়েল থিম্পু কলেজ। তবে ক্লাবটির সঙ্গে আফঈদা চুক্তিবদ্ধ হয়েছেন কেবল এএফসি নারী চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলার জন্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত