ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকস

মুকুট পুনরুদ্ধার করলেন ইমরানুর-সুমাইয়া

মুকুট পুনরুদ্ধার করলেন ইমরানুর-সুমাইয়া

চোটের কারণে গত ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিতে পারেননি। ছিলেন লল্ডনে। সেখানেই চলেছে ইমরানুর রহমানের ফিরে আসার লড়াই। ইংল্যান্ড প্রবাসী এই স্প্রিন্টার সামার অ্যাথলেটিক্স দিয়ে ফিরলেন ঘরোয়া আসরে। বাজিমাতও করলেন। ১০০ মিটার স্প্রিন্ট শেষ হতেই জাতীয় অ্যাথলেটিকসের সব আলো কেড়ে নিলেন ইমরানুর রহমান। অনুমিতভাবেই দেশের দ্রুততম মানব হলেন ইমরানুর। গতকাল শুক্রবার জাতীয় স্টেডিয়ামে ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকসের প্রথম দিনে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট। তিনি তাঁর প্রতি প্রত্যশা মেটালেও টাইমিং করেছেন ১০.৬৪ সেকেন্ড। যা তার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ ফল।

ইমরানুর দ্রুততম মানব খেতাব পুনরুদ্ধার করলে দ্রুততম মানবীর মুকুট হারিয়েছেন শিরিন আক্তার। ২০২১ সালের পর আবারও দ্রুততম মানবী হয়েছেন সুমাইয়া দেওয়ান। যদিও ফেডারেশনের ভাষ্যমতে ফটো ফিনিশিংয়ে নিষ্পত্তি হয়েছে এই ইভেন্ট। যেখানে সুমাইয়া সময় নিয়েছেন ১২.১৯ সেকেন্ড। আর শিরিন সময় নেন ১২.২১ সেকেন্ড। মিট শেষ হতেই শিরিন নিজের ফল নিয়ে প্রতিবাদ জানান। তিনি সাংবাদিকদের সঙ্গে সুমাইয়া দেওয়ানের কথা বলার সময় তাকে ডেকে নিয়ে যান। পরে অবশ্য ফেডারেশন কর্মকর্তারা আবারও সুমাইয়াকে ফিরিয়ে আনেন। আবারও দ্রুততম মানবীর মুকুট জিতে উচ্ছ্বসিত সুমাইয়া বলেন, ‘অনেক পরিশ্রম করে আমি প্রথম হয়েছি। সামনের দিকে এখন এগিয়ে যেতে চাই। আমার কোচ যেভাবে ট্রেনিং করিয়েছেন সেভাবেই ফল পেয়েছি। এখন আমি এসএ গেমসেও ভালো কিছু উপহার দিতে চাই।’ ওদিকে গত ফেব্রুয়ারিতে ঢাকায় জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিতে পারেননি চোটের কারণে। লল্ডনে থেকে চিকিৎসা করিয়েছেন। সেখানেই চলেছে ইমরানুরের ফিরে আসার লড়াই। নিজেকে প্রস্তুত করতে একবার চীনেও গিয়েছিলেন ইমরানুর। সবকিছুর পেছনে কারণ ছিল দেশের দ্রুততম মানবের মুকুট পুনরুদ্ধার করা, যেটি তিনি হারিয়েছেন গত ফেব্রুয়ারিতে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায়। ইমরান ওই প্রতিযোগিতায় অংশ নেননি। তাঁর অনুপস্থিতিতে দ্রুততম মানব হয়েছিলেন মোহাম্মদ ইসমাইল। সেই ইসমাইলকে হারিয়েই শুক্রবার আবার দেশের দ্রুততম মানব হলেন ইমরানুর। সোনা জয়ের পর তিনি খুশি। এসএ গেমসেও সোনা জিততে চান, ‘আলহামদুলিল্লাহ নেভির জন্য জিততে পেরেছি। ওরা আমাকে সম্মান দিয়েছে। কঠিন সময় পার করেছি ইনজুরিতে পড়ে। আবারও ফিরে আসতে পেরে ভালো লাগছে। সামনে ইসলামিক গেমস আছে। এরপর দক্ষিণ এশিয়ান গেমস। আমি ধাপে ধাপে এগোতে চাই। আমার প্রথম লক্ষ্য দক্ষিণ এশিয়ান গেমসে সোনা জেতা।’

ইংল্যান্ডের শেফিল্ডে জন্ম ও বেড়ে ওঠা ইমরানুরের। ২০২২ সালে প্রথমবার বাংলাদেশের জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিয়েই রেকর্ড গড়ে ১০০ মিটার জয়। ২০২৩ সালে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটারে জিতে নিয়েছেন ঐতিহাসিক সোনা। একই বছর থাইল্যান্ডে এশিয়ান অ্যাথলেটিকসে ১০০ মিটারে হয়েছিলেন ১১তম, আর হাঙ্গেরিতে বিশ্ব অ্যাথলেটিকসে প্রথম রাউন্ডের হিটে হয়েছিলেন সেরা। লন্ডনের এক প্রতিযোগিতায় ১০.১১ সেকেন্ড সময় নিয়ে তিনি বাংলাদেশের জাতীয় রেকর্ড গড়েন, যা এখনও দেশের অ্যাথলেটিকসে একক অর্জন!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত