ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জোকোভিচ গ্রিসে ‘পালাতে’ চাইছেন!

জোকোভিচ গ্রিসে ‘পালাতে’ চাইছেন!

সাবেক বিশ্ব এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ নিজের দেশ সার্বিয়ায় ছাত্র আন্দোলনে সমর্থন দিয়ে গেছেন গেল বছর। এবার তিনি তার পরিণতিও ভোগ করছেন। সরকারের চাপ আর সরকারপন্থি গণমাধ্যমের সমালোচনায় এতটাই বিপাকে পড়েছেন যে পরিবার নিয়ে গ্রিসে যাওয়ার কথা ভাবছিলেন। এমনই খবর জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম নই জ্যুরশে’ জাইটং জানায়, সার্বিয়ান সরকার জোকোভিচকে ‘লক্ষ্যবস্তু’তে পরিণত করে। এর কারণ তিনি প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের সরকারের বিরুদ্ধে ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন।

২০২৪ সালের নভেম্বরে নোভি সাদ শহরে একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হন। এ ঘটনার পর থেকেই পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে ৪০০টিরও বেশি শহরে। জোকোভিচ ২০২৪ সালের ডিসেম্বরে এক্স (পূর্বের টুইটার) এ লেখেন, ‘যুবসমাজের শক্তি ও তাদের সুন্দর ভবিষ্যতের স্বপ্নে আমি গভীরভাবে বিশ্বাস করি। তাদের কণ্ঠস্বর শোনা জরুরি। সার্বিয়ার অসীম সম্ভাবনা আছে, আর শিক্ষিত তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত