
শারীরিক স্বক্ষমতা নেই তাদের। তারপরও খেলায় উৎসাহের কমতি নেই। গতকাল শুক্রবার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সেই প্যারা ব্যাডমিন্টনের শাটলাদের খেলা শেষ হল। এসএল ফোরে ইমাম চ্যাম্পিয়ন ও জয়তু রানারআপ হন। মেয়েদের এসএইচ সিক্স ইভেন্টে শর্মি চ্যাম্পিয়ন ও সালমা রানারআপ, মেয়েদের হুইলচেয়ার-২ ইভেন্টে সোনিয়া চ্যাম্পিয়ন ও আরফা রানারআপ, ছেলেদের হুইলচেয়ার-১ ইভেন্টে চ্যাম্পিয়ন মাহবুব ও বেলাল রানারআপ হন। ছেলেদের এসএল-২ ইভেন্টে জাভেদ চ্যাম্পিয়ন ও ফয়েজ রানারআপ, ছেলেদের এসইউ-৫ ইভেন্টে সাব্বির চ্যাম্পিয়ন ও নয়ন রানারআপ হন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) সহ-সভাপতি ও পুলিশের জয়েন্ট কমিশনার নাছিরুল ইসলাম পুরস্কার তুলে দেন। এ সময় এনপিসির মহাসচিব ড. মারুফ হাসান মৃদুল, যুগ্ম মহাসচিব ও সাবেক ক্রিকেটার সানোয়ার হোসনে ও ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির উপস্থিত ছিলেন।