
দ্বিতীয় আন্তর্জাতিক চিলড্রেন’স জুডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বিকেএসপির উশাচিং মারমা বিজয় স্বর্ণপদক অর্জন করেন। ২০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ভূটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয় (+৬০) কেজি ওজন শ্রেণির ফাইনালে জাপানের জুডোকারকে হারিয়েছেন।
এছাড়া মো. সামিউল ইসলামণ্ড৫৫ কেজি ওজন শ্রেণির ফাইনালে জাপানের কাছে হেরে রৌপ্য পদক অর্জন করেন। বিকেএসপি দলে দুইজন খেলোয়াড় ও একজন কোচ অংশগ্রহণ করেন। মিক্সড টিম ফাইটে অংশগ্রহণ করবে বিকেএসপির জুডোকাররা। আগামীকাল সোমবার দলটি দেশে প্রত্যাবর্তন করবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি