ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

১৭ বছরের চমক নেদারল্যান্ডসের

১৭ বছরের চমক নেদারল্যান্ডসের

আগামী ৩০ আগস্ট বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে নেদারল্যান্ডস। তিন ম্যাচের এই সিরিজের আগে নিজেদের স্কোয়াডে বড় পরিবর্তন এনেছে ডাচরা। প্রথম টি-টোয়েন্টির আগে স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। যেখানে সবচেয়ে বড় চমক ১৭ বছরের তরুণ ব্যাটসম্যান সেড্রিক ডি লাং। চোটের কারণে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেছেন দুই পেসার রায়ান ক্লাইন ও ফ্রেড ক্লাসেন। এছাড়া ব্যক্তিগত কারণে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার সাকিব জুলফিকার। এই তিন জনের বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন সেবাস্টিয়ান ব্রাট, সিকান্দার জুলফিকার ও সেড্রিক ডি লাং। বাংলাদেশ সিরিজ দিয়ে দীর্ঘ ৪ বছর ফিরছেন পেসার সেবাস্টিয়ান ব্রাট। ২০২১ সালে নেপালের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন এই ডানহাতি পেসার। অলরাউন্ডার সিকান্দার জুলফিকারও দীর্ঘ ৬ বছর পর ফিরেছেন। ২০১৯ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এদিকে ১৭ বছর বয়সী ব্যাটসম্যান সেড্রিক ডি লাং ডাক পেয়েছেন ধারাবাহিক পারফরম্যান্সের কারণে। ২০০৭ সালে জন্ম নেওয়া এই ওপেনার নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ও ঘরোয়া ক্রিকেট দুর্দান্ত পারফরম্যান্সের কারণে নির্বাচকদের নজরে এসেছেন এই তরুণ। বাছাই পর্বে ৫ ম্যাচে ১৭৭ রান করার পাশাপাশি ৭ উইকেটও নিয়েছেন সেড্রিক। ১৭ বছরের এই তরুণের দলে ডাক পাওয়া নিয়ে অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছেন, ‘তরুণদের দলে রাখা সব সময়ই রোমাঞ্চকর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত