ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এশিয়া কাপে ‘লাকি জার্সি’ পরে খেলবেন লিটনরা

এশিয়া কাপে ‘লাকি জার্সি’ পরে খেলবেন লিটনরা

যেকোনো বড় টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দলের জার্সির নকশা কেমন হচ্ছে, সেটি এক কৌতূহলের বিষয়। বিশেষ করে টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে বিশ্বকাপের মতো এশিয়া কাপের জার্সি নিয়ে সেভাবে আলোচনা না হলেও এবার লিটনদের জার্সি নিয়ে ভিন্ন একটা বিষয় জানা গেল। বিসিবি সূত্র জানিয়েছে, বাংলাদেশ দলের খেলোয়াড়রা চাইছেন, সর্বশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে যে নকশার জার্সি পরে তাঁরা খেলেছেন, সেটিই যেন থাকে এশিয়া কাপে। কেন? জার্সিটা তাঁদের চোখে ‘সৌভাগ্যে’র, যেহেতু টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ তাঁরা জিতেছেন সেটি পরে। জার্সির পুরোটা প্রায় গাঢ় লাল, কাঁধে সবুজ নকশা। নিচে কালচে সবুজ ট্রাউজার। এ জার্সিই বোর্ডের পক্ষ থেকে তৈরি করতে বলা হয়েছে প্রস্তুতকারককে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত