ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বার্সেলোনার ৭ ফুটবলার নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে নামছে স্পেন

বার্সেলোনার ৭ ফুটবলার নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে নামছে স্পেন

বিশ্বকাপ বাছাই অভিযানের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে, যেখানে বার্সেলোনা থেকে ডাক পেয়েছেন সর্বোচ্চ সাতজন ফুটবলার। আগামী মাসের প্রথম সপ্তাহে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে খেলবে স্পেন। এজন্য গতকাল শুক্রবার ২৬ সদস্যের দল দিয়েছেন দে লা ফুয়েন্তে। বার্সেলোনা থেকে সুযোগ পাওয়া খেলোয়াড়রা হলেন- ডিফেন্ডার পাউ কুবার্সি, তিন মিডফিল্ডার পেদ্রি, গাভি ও ফের্মিন লোপেস এবং তিন ফরোয়ার্ড ফেররান তরেস, দানি ওলমো ও লামিনে ইয়ামাল।

স্পেনের সফলতম ক্লাব রেয়াল মাদ্রিদ থেকে ডাক পেয়েছেন দুই ডিফেন্ডার অভিজ্ঞ দানি কার্ভাহাল ও তরুণ ডিন হাউসেন। চোট কাটিয়ে ক্লাব ম্যানচেস্টার সিটির স্কোয়াডে ফেরা মাঝমাঠের তারকা রদ্রি আছেন জাতীয় দলেও। ২০২৬ সালের বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই শুরু হয়ে গেছে আগেই। কিন্তু গত জুন পর্যন্ত উয়েফা নেশন্স লিগের ফাইনালসে খেলায় ব্যস্ত ছিল স্পেন, যেখানে ফাইনালে তারা হেরে যায় পর্তুগালের বিপক্ষে।

সেই হতাশা ভুলে এবার বাছাইয়ে নামতে যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাধারীরা। আগামী ৪ সেপ্টেম্বর বুলগেরিয়ার মাঠে খেলবে স্প্যানিশরা। এর তিন দিন পর তারা লড়বে তুরস্কের বিপক্ষে। ‘ই’ গ্রুপের আরেক দল জর্জিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত