ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কক্সবাজার ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার বিকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কক্সবাজার ক্রীড়া চর্চার উর্বর ভূমি। এখানকার সন্তানেরা প্রতিনিয়ত জাতীয় পর্যায়ে কক্সবাজারের সুনাম সমৃদ্ধ করছে। বর্তমান ও নতুন প্রজন্মের কাছে এই সফলতা তুলে ধরতে হবে। যাতে তারা উদ্বুদ্ধ হয়ে খেলাধুলায় মনোনিবেশ করে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মো. আলাউদ্দিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত