ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ছেলেদের চেয়েও বেশি প্রাইজমানি নারী বিশ্বকাপে

ছেলেদের চেয়েও বেশি প্রাইজমানি নারী বিশ্বকাপে

নারীদের ওয়ানডে বিশ্বকাপ শুরুর বাকি আর এক মাস। তার আগেই টুর্নামেন্টের প্রাইজমানিতে যুগান্তকারী সিদ্ধান্তর কথা জানিয়েছে আইসিসি। ২০২৬ নারী ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি চার গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া ৫০ ওভারের এ টুর্নামেন্টের প্রাইজমানি ২০২৩ সালে অনুষ্ঠিত ছেলেদের বিশ্বকাপের চেয়েও বেশি। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এ খবর দিয়েছে। ৩০ সেপ্টেম্বর ভারতে শুরু হবে ১৩তম নারী ক্রিকেট বিশ্বকাপ। সহ-আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কাও। আইসিসি জানিয়েছে, এবারের নারী বিশ্বকাপে মোট অর্থ পুরস্কার নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬৮ কোটি ৪৯ লাখ টাকার বেশি। ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ৩৫ লাখ ডলার। ছেলেদের ৫০ ওভারের বিশ্বকাপ সর্বশেষ হয়েছে ২০২৩ সালে। ১০ দলের সে আসরে মোট প্রাইজমানি ছিল ১ কোটি ডলার বা ১২১ কোটির বেশি। এর আগে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর আগে সমান পারিশ্রমিক চালুর সিদ্ধান্ত ঘোষণা করেছিল। মোট অর্থ পুরস্কার বৃদ্ধির ফলে দলগুলোর প্রাপ্য অর্থের পরিমাণও বেড়েছে। যেমন এবারের চ্যাম্পিয়ন দল পাবে ৪৪ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ৫৪ কোটি ৩৪ লাখের বেশি। ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১৩.২০ লাখ বা ১৬ কোটি টাকা। অর্থাৎ চ্যাম্পিয়ন দলের অর্থ বেড়েছে ২৩৯ শতাংশ। ফাইনালে হেরে যাওয়া দল রানার্সআপ হিসেবে পাবে ২২.৪০ লাখ মার্কিন ডলার বা ২৭ কোটি টাকা, যা আগে ছিল ৬ লাখ ডলার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত