ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিপিএলের দায়িত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘আইএমজি’

বিপিএলের দায়িত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘আইএমজি’

বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্রের কোম্পানি ‘আইএমজি’। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পরিচালনার দায়িত্ব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে দেওয়া হতে পারে বলে আগে থেকেই গুঞ্জন ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ জন্য বিজ্ঞাপন দিয়ে আগ্রহী প্রতিষ্ঠান খুঁজছিল। অবশেষে বিদেশি কোম্পানির হাতেই যাচ্ছে বিপিএল পরিচালনার দায়িত্ব।

নানা প্রক্রিয়া শেষে তিন মৌসুমের জন্য বিপিএলের দায়িত্ব পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘আইএমজি।’ উল্লেখ্য, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে থাকে মার্কিন এই প্রতিষ্ঠানটি। এর আগে বিসিবির বিজ্ঞাপনে সাড়া দিয়ে ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, যুক্তরাষ্ট্রের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্র্যান্সপোর্ট গ্রুপসহ মোট সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত