ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাড়ে ছয় ঘণ্টা বিলম্বে নেপালে জামাল ভূঁইয়ারা

সাড়ে ছয় ঘণ্টা বিলম্বে নেপালে জামাল ভূঁইয়ারা

আগামী অক্টোবরে এক সপ্তাহের মধ্যে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে লাল সবুজের প্রতিনিধিরা। তারই অংশ হিসেবে নেপালের বিপক্ষে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছেন হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। পরিকল্পনা অনুযায়ী সব কিছু ঠিকঠাকই ছিল। গতকাল বুধবার দুপুর দেড়টার ফ্লাইটে নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল জাতীয় দলের ফুটবলারদের। তারা সময়মত যান বিমানবন্দরে। ইমিগ্রেশন শেষ হয় সঠিক সময়েই। স্থানীয় সময় সাড়ে ৩টায় বাংলাদেশ দলকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছিল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনও। কিন্তু সঠিক সময়ে বিমান ছাড়ে নি। ফ্লাইট পিছিয়ে দেওয়া হয় সন্ধ্যা ৭টায়। ফলে সাড়ে ছয় ঘণ্টা বিলম্বে নেপালে পৌঁছান জামাল ভূঁইয়ারা। এদিকে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয় নি। এমনকি যাওয়ার আগে জামাল ভূঁইয়াদের লক্ষ্য নিয়েও হয় নি সংবাদ সম্মেলন। বেলা দেড়টায় রওয়ানা হওয়ার কয়েক ঘণ্টা আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে ২৩ সদস্যের দল ঘোষণা করেন- স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। নেপালের বিপক্ষে ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ঘোষিত দলে প্রবাসী হামজা চৌধুরী ও সমিত সোমের জায়গা হয় নি। ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ভিয়েতনাম সফরে আছেন। সর্বশেষ গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকা মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, আল-আমিন, শেখ মোরসালিন, মজিবর রহমান, জাহিদ হাসানদেরও নেপাল ম্যাচে জায়গা হয় নি। তারা আছেন ভিয়েতনামে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দলে। তবে সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াডে না থাকা মোহাম্মদ ইব্রাহিম ও ইসা ফয়সালকে এবার রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। এই দলে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফর্টিজ এফসির ডিফেন্ডার আবদুল্লাহ ওমর। যিনি শুরু থেকে ক্লাবটিতে খেলছেন। মূলত আবাহনীর ডিফেন্ডার শাকিল হোসেনের চোটের কারণে আবদুল্লাহ চার দিন আগে জাতীয় দলে প্রথম বার ডাক পান।

তবে যারা ডাক পান নি তাদেরকে মিস করবেন বলে জানান জামাল ভূঁইয়া। তার কথা, ‘আমার খারাপ লাগছে, এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচে খেলি নি। সর্বশেষ ম্যাচ ভুটানের সঙ্গে খেলছি এবং সেই ম্যাচে আমরা জিতেছি। এটা অবশ্যই কোচের সিদ্ধান্ত; কে খেলবেন, কে খেলবেন না। তবে আমি খেলতে চাই, সব ম্যাচ খেলতে চাই। নেপালে বিপক্ষে মাঠে নামতে পারলে সেরাটা দেবো।’ তিনি যোগ করেন, ‘অবশ্যই পাঁচণ্ডছয় জন খেলোয়াড় না থাকায় আমরা তাদের মিস করব। বিশেষ করে হামজাকে। গত মঙ্গলবারও তার সঙ্গে আমার কথা হয়েছে। ওর একটা ছোট ইনজুরি হয়েছে। তবে বলেছেন এটা সিরিয়াস কোনো ইনজুরি না। আমাকে বলেছে হংকং ম্যাচে আসবেন।’ নেপালকে শক্তিশালী দল উল্লেখ করলেও জেতার প্রত্যাশা জামাল ভূঁইয়ার, ‘জয় সম্ভব। আমার দিক থেকে বিশ্বাস করি। যদিও আমরা জানি নেপাল একটা ভালো দল।’

বাংলাদেশ দল : গোলকিপার : সুজন হোসেন, মিতুল মারমা ও পাপ্পু হোসেন। ডিফেন্ডার : তপু বর্মণ, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক রায়হান কাজী, সাদ উদ্দিন, মেহেদী হাসান ও আবদুল্লাহ ওমর। মিডফিল্ডার : মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, সৈয়দ শাহ কাজেম কিরমানি, পাপন সিংহ, মো. সোহেল রানা ও সোহেল রানা। ফরোয়ার্ড : আরিফ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা ও শাহরিয়ার ইমন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত