ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিসিবি নির্বাচন

সাবেক সভাপতির সমর্থন পেলেন তামিম ইকবাল

সাবেক সভাপতির সমর্থন পেলেন তামিম ইকবাল

আইসিসির চাকরি ছেড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। চেয়ারে বসেই তিনি বলেছিলেন টি-টোয়েন্টি (সংক্ষিপ্ত সময়) খেলতে এসেছেন। তবে আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন হওয়ার সময় ঘোষণা হতেই এখন টি-টোয়েন্টি থেকে ওয়ানডে খেলতে চান বুলবুল। আগে থেকেই আলোচনায় আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হয়তো সময় গড়াতে আরও ঘোষণা আসতে পারে। এমন পরিস্থিতিতে জল্পনা-কল্পনা চলছে কে হবেন বিসিবির সভাপতি। তামিম ও বুলবুলের মধ্যে আগামী বিসিবি নির্বাচনের লড়াই হবে এটা সহজেই অনুমেয়। এ লড়াইয়ে তামিমকে নিজের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি। গতকাল দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।

সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগর লবি বলেন, আমরা দলের পক্ষ থেকে তামিম ইকবালকে বিসিবির সভাপতি হিসেবে প্রার্থী হতে বলেছি। আমাদের প্যানেল আসলে তামিম ইকবালকে প্রার্থী হবে। আমার ওপর চাপ ছিল হওয়ার জন্য; কিন্তু আমি বলে দিয়েছি প্রার্থী হবো না। তামিমের সঙ্গে আমার কথা হয়েছে। তামিম খুব ভালো ছেলে একজন খুব নাম করা ক্রিকেটার। সবদিক থেকে ভালো। ক্রিকেট বোর্ডের সভাপতি হলে ওকে যদি ঠিকমতো আমরা চালিয়ে নিতে পারি তাহলে তামিম পারবে। বিসিবির সাবেক এই সভাপতি বলেন, আজ সকালে পত্রিকায় দেখলাম বুলবুলও নাকি সভাপতি হওয়ার জন্য চেষ্টা করছে। এখন দেখছি এখানেও রাজনীতি ঢুকে গেছে। রাজনীতির মধ্যে গেলে হবে না। আমি কিন্তু বিসিবিতে এসেই প্রথম কথা বলেছিলাম রাজনীতি চলবে না। আমরা সবাই এক। এখন দেখা যাক কি হয়। যদি তামিম হয় আমি যেমন কাজ করতে পেরেছি, তাকে দিয়েও করাতে পারব।

এদিকে নির্বাচন করার ঘোষণা দেয়া আমিনুল ইসলাম বুলবুল শ্রদ্ধা জানিয়েছেন অনুজ তামিম ইকবালকে। ক্রিকেটের স্বার্থে তিনি এই নির্বাচনকে ভিন্ন ভাবে দেখছেন। বিসিবির বর্তমান সভাপতি বুলবুল জানিয়েছেন, ‘এটা আসলে লড়াই না ,আমরা সবাই সেবা করতে চাই বাংলাদেশ ক্রিকেটকে। আর আমি তো এখনও ঠিক করিনি কোথা থেকে নির্বাচন করব (কোন ক্যাটাগরি)। তামিম ইকবাল বা ফারুক ভাই, তাদের প্রতি সব ধরনের শ্রদ্ধা আছে। বাংলাদেশ ক্রিকেটে তাদের যে অবদান, তাদের যে মেধা আছে- আমি সেটাকে শ্রদ্ধা করি।’ গুঞ্জন শোনা যাচ্ছে এনএসসি কোটায় পরিচালক পদ না নিয়ে ঢাকা জেলা বা বিভাগের কাউন্সিলর হয়ে ক্যাটাগরি বি থেকে বিসিবি নির্বাচন করতে পারেন বুলবুল। অবশ্য এ ব্যাপারে সাবেক অধিনায়ক নিজে কিছু জানাননি এখনও।

তামিমের নির্বাচন করতে আসা, বোর্ড পরিচালক হওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বুলবুল, ‘সবচেয়ে ভালো লাগছে যে এত বড় একটা সফল ক্রিকেটার, বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নির্বাচন করতে বা বোর্ডে আসার জন্য মনস্থির করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর। আমি থাকি না থাকি, আমি তাকে সবধরনের সহযোগিতা করব। এবং যা যা হেল্প লাগে আমি করব। একই সময়ে আমরা যেন সবাই বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নিতে পারি সেটাই হবে আমাদের লক্ষ্য।’

ঢাকার প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের মোট ৭৬ ক্লাবের কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন বিসিবির ১২ পরিচালক। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দু’টি এবং বরিশাল, রংপুর, রাজশাহী ও সিলেটে একটি করে পরিচালক পদ রয়েছে। এনএসসি থেকে দুটি এবং সাবেক অধিনায়ক কোটা থেকে একটি পরিচালক পদ আছে। মূলত ক্লাবের ওই ১২টি পরিচালক পদ নিয়েই এবার লড়াইটা হবে। এর মধ্যেই মোট ৭৬টি ক্লাব থেকে অন্তত ২৫ জন পরিচালক পদে নির্বাচন করতে আগ্রহী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত