ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তামিমের জন্য সরে দাঁড়ালেন আকরাম!

তামিমের জন্য সরে দাঁড়ালেন আকরাম!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে ক্রিকেট মহলে চলছে তুমুল আলোচনা। সিলেটে বিসিবির বোর্ডসভা শেষে জানিয়ে দেওয়া হয় অক্টোবরে শুরুতেই অনুষ্ঠিতব্য হবে বিসিবির নির্বাচন। এরপরই বাতাস বইতে শুরু করে আসন্ন নির্বাচনে কে বসবে বিসিবির সভপতির চেয়ারে। এরইমধ্যে একাধিক প্রার্থী নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছে। এ আলোচনায় বেশ কিছুদিন ধরে ঝড় বইছে বুলবুল-তামিমকে নিয়ে। এরই মাঝে জানা যায়, মিনহাজুল আবেদিন নান্নুর নাম। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক পরিচালক পদে বিসিবি নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

তবে উল্টো পথে হাটলেন টাইগার সাবেক ক্রিকেটার ১১৯৭ সালের আইসিসি ট্রফিজয়ী অধিনায়ক আকরাম খান। তিনি জানিয়েছেন, আসন্ন বিসিবি নির্বাচন তিনি করবেন না। একই সঙ্গে ক্ষোভও প্রকাশ করে আকরাম জানান, উপদেষ্টা কার্যালয়ে যে সভায় দাঁড়িয়ে নিজের পরিচয় দিতে হয়েছিল, সেদিন খুব অপমান বোধ হয়েছিল। নিজেকে গুটিয়ে নিতে চেয়েও সেই পরিস্থিতির কারণে সে সময়ে হয়ে উঠেনি। এবার সেই সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় বলে জানান তিনি। দেশের একটি গণমাধ্যমে আকরাম জানান, ‘তামিম আমার ছেলের সমান। ওর জন্য সর্বাত্মক সহযোগিতা ও দোয়া থাকবে। এবার আমি নির্বাচন করছি না। তামিমকে আমি বুঝিয়ে বলেছি। চিটাগং বিভাগ থেকে দুজন রাজনৈতিক নেতৃত্বকে বিসিবিতে দেখা যেতে পারে।’ আকরাম আরও জানান, ‘আমাদের ওপর মহল থেকে বলা হয়েছে, ৩ নম্বর ক্যাটেগরিতে নির্বাচন করতে। আমি তাদের না করে দিয়েছি। কারণ, আমি বিভাগীয় সংগঠক, সেখানে সাবেক খেলোয়াড় আছেন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাহিনীগুলো থেকে কাউন্সিলর আসবে। বিরাট সংখ্যক সদস্যদের ম্যানেজ করে পরিচালক হওয়া কঠিন।’

উল্লেখ্য, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, প্রথমে পরিচালক হিসেবে নির্বাচিত হতে হয়, তারপরই সভাপতি হওয়ার পথ উন্মুক্ত হয়। তামিম-বুলবুল ঠিক সেটিই করতেই যাচ্ছেন। এদিকে তামিম প্রস্তুতি শুরু করেছেন আগেই। অনেক ক্লাবের সঙ্গে তার কথাও হয়েছে। অন্যদিকে বুলবুল বিসিবির চেয়ারে বসে এরইমধ্যে আস্থার জায়গা করে নিয়েছে ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেট মহলে। জানা যায়, কিছুদিনের মধ্যে বর্তমান সভাপতি আমিনুল তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের জন্য নাম সুপারিশ করার কথা। এরপরই পুরোপুরি শুরু হবে নির্বাচনি আমেজ। ক্লাব, বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জাতীয় ক্রীড়া পরিষদ মিলিয়ে বিভিন্ন পর্যায় থেকে বিসিবির মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে একজন সভাপতি হিসেবে নির্বাচিত হতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত