ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শারীরিক প্রতিবন্ধীদের প্যারা টেবিল টেনিস

শারীরিক প্রতিবন্ধীদের প্যারা টেবিল টেনিস

শতাধিক শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয়েছে জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের খেলা। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলা ও সংগঠন থেকে খেলতে এসেছেন পুরুষ ও নারী খেলোয়াড়রা। সবাই একক ইভেন্টে অংশ নিচ্ছেন। গতকাল বৃহস্পতিবার শহিদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে জাতীয় সঙ্গীতের সঙ্গে লাল সবুজের পতাকা উড়িয়ে দুদিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন- জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ার সাবেক তাকরা ব্যাডমিন্টন খেলোয়াড় ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এবং ক্রীড়াঙ্গণ সংস্কারে গঠিত বিদায়ী সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাবেক তারকা হকি খেলোয়াড় ও সার্চ কমিটির অন্যতম সদস্য মেজর (অব.) ইমরোজ আহমেদ। এ সময় টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. মারুফ হাসান মৃদুল ও যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন এবং বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান, ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন ও উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় জোবায়েদুর রহমান রানা বলেন, ‘আমি খেলা ছেড়েছি ১৯৯০ সালে। সেই হিসাবে ক্রীড়াঙ্গণের সঙ্গে যুক্ত প্রায় ৪০ বছর ধরে। শারীরিক প্রতিবন্ধীদের এমন খেলাতে আসতে পেরে আমি আনন্দিত। আমি আশাকরি সরকারি সুযোগ সুবিধা পেলে এই ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গণ থেকে দেশের জন্য পদক নিয়ে আসতে পারবে। তবে এ জন্য তাদের সব রকম সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।’ মেজর (অব.) ইমরোজ বলেন, ‘ক্রীড়াঙ্গণ সংস্কারের জন্য এই সরকার অনেক কাজ করছে। সার্চ কমিটির একজন সদস্য হিসাবে বলতে পারি, আমরা ৮০ ভাগ কাজ শেষ করেছিলাম। কিন্তু বাকি ২০ ভাগ কাজ শেষ করতে পারিনি। আমি আশা করব, আমাদের অসমাপ্ত কাজ এই সরকার শেষ করবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত