
‘তারুণের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন আয়োজিত ‘ভিসতা ১৩তম জাতীয় (পুরুষ ও মহিলা) সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা-২০২৫’ শেষ হয়েছে। এবারের প্রতিযোগিতার পুরুষ ও মহিলা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মহিলা বিভাগে বাংলাদেশ জাতীয় দল রানার্স-আপ হয়েছে । গতকাল সোমবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৫টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার। রানার্স-আপ বিজিবি পেয়েছে ৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশ পুলিশ পেয়েছে ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। অপরদিকে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন আনসার দল পেয়েছে ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসসহ মোট ৯টি পদক। রানার্স-আপ হওয়া বাংলাদেশ জাতীয় দল পেয়েছে ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক। তৃতীয় হওয়া বাংলাদেশ পুলিশ দল পেয়েছে ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেয়া হয়। এদিন বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া মোহাম্মদ আমিনুল এহসান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মো. আশিক সাঈদ, ফেডারেশনের সহ-সভাপতি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিকসের ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স ও পিআর) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।