ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বদলে গেল ঘরোয়া ফুটবলের সূচি

বদলে গেল ঘরোয়া ফুটবলের সূচি

বসুন্ধরা কিংস এবং ঢাকা মোহামেডানের মধ্যকার চ্যালেঞ্জ কাপ ম্যাচ দিয়ে নতুন ফুটবল মৌসুম শুরু হওয়ার কথা ছিল ১৫ সেপ্টেম্বর। তবে সে সূচি অনুযায়ী মাঠে গড়াচ্ছে না খেলা। গতকাল বৃহস্পতিবার বিকালে অনলাইনে অনুষ্ঠিত লিগ কমিটির জরুরি সভায় চার দিন পিছিয়ে ১৯ সেপ্টেম্বর করা হয়েছে শুরুর তারিখ। এর আগে চ্যালেঞ্জ কাপ ১২ সেপ্টেম্বর মাঠে গড়ানোর কথা ছিল। জাতীয় দল ১০ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে খেলে ফিরবে বিবেচনায় মাস খানেক আগেই তারিখ বদলে ১৫ সেপ্টেম্বর করা হয়। তবে দিন তিনেক আগে হওয়া লিগ কমিটির সভায় আলোচনা হয়েছিল ১২ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ না আসতে পারলে সূচি পরিবর্তন হতে পারে।

গতকাল বিকালে ফুটবলাররা আসার পরও বাফুফের লিগ কমিটি চার দিন ঘরোয়া ফুটবলের মৌসুম পিছিয়েছে। এই বিলম্ব করার কারণ হিসেবে বলা হয়েছে, কাঠমান্ডুতে বেশ শঙ্কার মধ্যে সময় কাটিয়েছেন ফুটবলাররা। মানসিক ট্রমা কাটিয়ে দুই দিনের মধ্যে ফুটবলে ফেরা অনেক ফুটবলারদের জন্য কঠিন। কাঠমান্ডু থেকে আসা ২৩ জন ফুটবলারের মধ্যে দশ জনই বসুন্ধরা কিংসের। বসুন্ধরা কিংসে নতুন আর্জেন্টাইন কোচ আসলেও জাতীয় দলে থাকা ফুটবলারদের পাননি। বসুন্ধরা কিংস নতুন কোচের অধীনে আরও একটু বেশি সময় প্রস্তুত হতেই খেলা চার দিন পেছানো বলে আলোচনা ফুটবলাঙ্গনে।

এদিকে খেলা পিছিয়ে যাওয়ায় ক্লাবগুলোর ব্যয়ও বাড়ছে। এতে অনেক ক্লাবই নাখোশ।

আজকের সভায় লিগ শুরুর আগে ক্লাব প্রতিনিধি নিয়ে আলোচনা বসার দাবি উঠেছে জোরেশোরে। প্রিমিয়ার ফুটবল লিগ শুরুর সূচি ছিল ১৯ সেপ্টেম্বর। চ্যালেঞ্জ কাপ পিছিয়ে ১৯ সেপ্টেম্বর হওয়ায় লিগ এক সপ্তাহ পিছিয়ে ২৬ সেপ্টেম্বর গিয়ে ঠেকেছে। ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। জাতীয় দলে প্রস্তুতির জন্য ২৬-২৭ সেপ্টেম্বর লিগের প্রথম রাউন্ডের বেশি ম্যাচ পরিচালনা করা সম্ভবপর হবে না। তবে লিগ কমিটি ৩০ সেপ্টেম্বর ফেডারেশন কাপের খেলা রাখতে চেষ্টা করছে। আগামী শনিবার ১৩ সেপ্টেম্বর ফেডারেশন কাপের ড্রয়ের দিন বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। লিগ ও চ্যালেঞ্জ কাপের সূচি হেরফের হলেও ২৩ থেকে সেপ্টেম্বর মঙ্গলবার ফেডারেশনের কাপের সূচি অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত