ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ওয়ানডে বিশ্বকাপে সব আম্পায়ার নারী

ওয়ানডে বিশ্বকাপে সব আম্পায়ার নারী

চলতি মাসেই ভারত ও শ্রীলংকার মাটিতে শুরু হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচই পরিচালনা করবেন নারী আম্পায়ার ও নারী ম্যাচ রেফারিরা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গতকাল বৃহস্পতিবার নারী বিশ্বকাপ ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে। বিশ্বকাপের জন্য ১৪ জন নারী আম্পায়ার ও ৪ জন নারী ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি। এই প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচে নারী আম্পায়াররা দায়িত্ব পালন করবে। এর আগে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ দুই আসরে নারী আম্পায়াররা দায়িত্ব পালন করেছিলেন। ১৪ জনের আম্পায়ারের তালিকায় বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসিও আছেন। এর আগে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন জেসি। ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচ নারী আম্পায়ার দিয়ে পরিচালনার উদ্যোগকে ঐতিহাসিক মনে করছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ।

এক বিবৃতিতে জয় শাহ বলেন, ‘এটি নারী ক্রিকেটের যাত্রায় একটি মাইলফলক। আমরা বিশ্বাস করি, খেলার প্রতিটি ক্ষেত্রে আরও বহু দৃষ্টান্ত স্থাপন করবে। নারী ম্যাচ অফিসিয়ালদের অন্তর্ভুক্তি কেবল একটি মাইলফলক নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত