ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দেশে ফিরেই ক্লাবে ফুটবলাররা

দেশে ফিরেই ক্লাবে ফুটবলাররা

৭২ ঘণ্টার রুদ্ধশ্বাস সময় কাটিয়ে গত বৃহস্পতিবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমান বন্দর থেকে বিশেষ বিমানে দেশে ফেরেন জামাল ভূঁইয়ারা। ঢাকার কুর্মিটোলা বিমান ঘাটিতে নেমেই যে যার ক্লাবে চলে যান ফুটবলাররা। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান। তিনি বলেন, ‘ঢাকায় পৌঁছেই ফুটবলাররা নিজ নিজ ক্লাবে চলে গেছে। তবে জামাল ভূঁইয়া বিশ্রামের জন্য দুয়েকদিন ছুটি চেয়েছে, হয়তো আমরা তার ছুটি মঞ্জুর করব।’

জাতীয় দলের পরবর্তী ক্যাম্প নিয়ে আমের খান বলেন, ‘৯ অক্টোবর হংকংয়ের সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ের খেলা রয়েছে জাতীয় দলের। তার আগে ফের জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। তখন আবার তারা ক্যাম্পে ফিরবে। তার আগে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া লিগেও ক্লাবের হয়ে খেলবে তারা।’ নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে ৩ সেপ্টেম্বর কাঠমান্ডু গিয়েছিল জাতীয় দল। ৬ সেপ্টেম্বর দশরথ স্টেডিয়ামে প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তবে নেপালে গনঅভ্যুত্থান ঘটায় ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি আরও আর মাঠে গড়ায়নি। গত বৃহস্পতিবার বিমান বাহিনীর পরিবহন বিমানে করে দেশে ফেরেন ফুটবলাররা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত