ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সেঞ্চুরির দ্বারপ্রান্তে তাসকিন

সেঞ্চুরির দ্বারপ্রান্তে তাসকিন

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে পেসার তাসকিন আহমেদ। আর মাত্র ৪ উইকেট শিকার করলেই টি-টোয়েন্টিতে ১শ উইকেট পূর্ণ হবে তাসকিনের। এমন পরিসংখ্যানে দাঁড়িয়ে আজ আবু ধাবিতে এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কর মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম উইকেট পূর্ণ করেছেন স্পিনার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমান। ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ শিকারি সাকিব। তালিকার দ্বিতীয় স্থানে আছেন পেসার মোস্তাফিজ। ১১৪ ম্যাচে ১৩৯ উইকেট নিয়েছেন তিনি। এরপর বাংলাদেশ বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান তাসকিন। ৭৯ ম্যাচের ৭৭ ইনিংসে ২৭৬ দশমিক ৩ ওভার বল করে ৯৬ উইকেট শিকার করেছেন তিনি। তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ২ ওভারে ১৬ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। তার বোলিং গড়- ২১ দশমিক ৮৭ এবং ইকোনমি ৭ দশমিক ৫৯।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত