ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নিজ দেশ সার্বিয়া ছেড়ে কেন গ্রীসে জকোভিচ

নিজ দেশ সার্বিয়া ছেড়ে কেন গ্রীসে জকোভিচ

টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটছেন। সার্বিয়ার মাটিতে বেড়ে ওঠা এই ২৪ গ্র্যান্ড স্ল্যামের অধিকারী নিজ দেশ ছেড়ে পরিবারকে নতুন ঠিকানায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এরইমধ্যে ছেলে স্টেফান ও মেয়ে তারা কে ভর্তি করানো হয়েছে এথেন্সের বিখ্যাত সেন্ট লরেন্স কলেজে আর পরিবার এখন স্থায়ীভাবে বসবাস করছে গ্রীসে। সার্বিয়াতে চলছে ছাত্র-জনতার আন্দোলন। সরকারবিরোধী এই আন্দোলনে ছাত্রদের পক্ষ নিয়েছেন টেনিস তারকা নোভাক জকোভিচ। ফলে সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। ২০২৪ সাল থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে সার্বিয়ার ছাত্র-জনতা। ২৪ গ্র্যান্ড স্লাম জয়ী এই টেনিস তারকা আন্দোলনের সমর্থন দিয়ে বাধ্য হয়েছেন দেশ ছেড়ে ইউরোপের দেশ গ্রিসে পাড়ি জমাতে।

গত ডিসেম্বরে এক্স (টুইটার)-এ দেওয়া বার্তায় লিখেছিলেন, ‘সার্বিয়ার অসাধারণ সম্ভাবনা আছে, আর শিক্ষিত তরুণরাই এর সবচেয়ে বড় শক্তি। আমাদের সবার দরকার বোঝাপড়া ও সম্মান। আপনাদের সঙ্গে আছি- নোভাক।’ এরপর পুলিশের দমন-নীতিরও কড়া সমালোচনা করেন তিনি। এর জের ধরেই সরকার-ঘনিষ্ঠ মিডিয়া তাকে ‘ভুয়া দেশপ্রেমিক’ বলে কটাক্ষ করতে শুরু করে। এই আক্রমণাত্মক প্রচারণাই পরিবারকে অন্য দেশে নিয়ে যাওয়ার ভাবনায় ঠেলে দিয়েছে জকোভিচকে।

এথেন্সে এখন পুরো পরিবার স্থায়ীভাবে থাকছে।

সেখানকার কাভুরি টেনিস ক্লাবে ছেলে স্টেফানের সঙ্গে কোর্টে ঘাম ঝরাতেও দেখা গেছে জকোভিচকে। সন্তানদের কোন টেনিস একাডেমিতে ভর্তি করাবেন, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি তিনি।

কাভুরি বা এথেন্স রিভিয়ারার যেকোনো একটিতে তাদের খেলার ভবিষ্যৎ গড়ে তুলতে চান এই তারকা।

শুধু পরিবার নয়, পেশাদার টেনিসকেও ধীরে ধীরে গ্রীসে টেনে আনছেন জকোভিচ। তার তত্ত্বাবধানে পরিচালিত এটিপি ২৫০ টুর্নামেন্ট বেলগ্রেড থেকে সরিয়ে আনা হচ্ছে এথেন্সে।

আগামী নভেম্বরেই এটি অনুষ্ঠিত হবে ‘হেলেনিক চ্যাম্পিয়নশিপ’ নামে, যেখানে খেলবেন জকোভিচ নিজেও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত