
তাকে নিয়ে দু’রকম খবর চাওর হয়েছিল ক্রিকেট ভক্তদের মাঝে। প্রথমে শোনা যাচ্ছিল অনেক মোটা অংকের অর্থ চেয়েছেন সায়মন টাফেল। অত বিরাট অংকের অর্থ দিয়ে এ আম্পায়ার্স ইনস্ট্রাক্টরকে রাখা হবে কি না? বিসিবি তার সঙ্গে চুক্তি করবে কি না? তা নিয়ে একটা গুঞ্জন ছিল। পরে তার সঙ্গে কথা বলে তার দাবি করা পারিশ্রমিকের অর্থের পরিমাণ কমিয়ে এ অস্ট্রেলিয়ান আম্পায়ারকে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেয় বিসিবি। তারই ধারাবাহিকতায় আগামীকাল ১৪ সেপ্টেম্বর রাজশাহী থেকে কাজ শুরু করছেন আইসিসির এ সাবেক এলিট প্যানেলের আম্পায়ার। গতকাল শনিবার বাংলাদেশে পা রেখে বিসিবির সঙ্গে চুক্তি করেছেন সায়মন টাফেল। আজ থেকেই তিনি তার কাজ শুরু করবেন।
প্রাথমিকভাবে বাংলাদেশের ক্রিকেট, মাঠের ক্রিকেট ও আম্পায়ারদের খেলা পরিচালনার মান নির্ণয় করতে এবারের এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের পুরোটা দেখবেন সায়মন টাফেল। বিসিবি আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান ইফতিখার রহমান জানিয়েছেন, ‘আজ সকালের ফ্লাইটেই টাফেল রাজশাহী চলে যাবেন।