
উজ্জীবন মধুবাগ, হাতিরঝিলের উদ্যোগে হয়ে গেল নজরকাড়া ও উপভোগ্য ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। গত শুক্রবার বৃষ্টিভেজা ভোরে রাজধানীর হাতিরঝিল মধুবাগ বটতলা থেকে শুরু হয় দৌড়। মগবাজার, নয়াটোলা, বেগুনবাড়ি, বাড্ডা, মহানগর প্রজেক্ট, রামপুরা হয়ে মগবাজার টিএনটি মসজিদ চত্বরে শেষ হয় ম্যারাথন প্রতিযোগিতা। উজ্জীবনের প্রায় দেড়শ সদস্য অংশগ্রহণ করেন। হাতিরঝিলপাড়ের লোকজন মুহুর্মুহু করতালি দিয়ে প্রতিযোগিদের উৎসাহিত করেন। আনন্দমূখর পরিবেশের মধ্যে দিয়ে সমাপ্ত হয় ম্যারাথন। সংগঠনের সভাপতি সৈয়দ আকিব ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধন করেন। কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন- সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন মজুমদার।
এরআগে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় মো. আবুল বাসারের দলকে ১-০ গোল হারিয়ে চ্যাম্পিয়ান হয় মুরাদ হোসেন মজুমদারের দল। প্রতিযোগিতায় ম্যান অফ দ্য ম্যাচ হন আকবর হোসেন। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন মো. শরিফুল ইসলাম। সর্বোচ্চ গোলদাতা মো. পলাশ এবং সেরা গোলকিপার মোহাম্মদ মানিক।