ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

লিগ সেরার স্বীকৃতি পেলেন আলফাজ-বোয়েটাং-দিয়াবাতে

লিগ সেরার স্বীকৃতি পেলেন আলফাজ-বোয়েটাং-দিয়াবাতে

বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন ফুটবল মৌসুম মাঠে গড়াচ্ছে ১৯ সেপ্টেম্বর। তার ছয় দিন আগে গতকাল শনিবার বাফুফে ভবনে হয়ে গেল ফেডারেশন কাপ ফুটবলের ড্র। এরপর দেওয়া হয়েছে গত প্রিমিয়ার লিগের সেরাদের পুরস্কার। গত মৌসুম থেকে বাফুফে সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষকের পুরস্কারের রীতি চালু করেছে। রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং ১৯ গোল করে গত লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তিনি রহমতগঞ্জ থেকে এবার দল বদল করে মোহামেডানে এসেছেন। গতকাল অনুষ্ঠানে মোহামেডানের জার্সি পড়ে গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতার ক্রেস্ট গ্রহণ করেছেন। মোহামেডানকে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কোচ আলফাজ আহমেদ ও মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে। সেরা কোচ হয়েছেন আলফাজ আহমেদ।

দিয়াবাতে এবার নাম লিখিয়েছেন আবাহনীতে। জিতেছেন সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল। সাবেক এই শিষ্যকে নিয়েই এবার পুরস্কার জিতলেন কোচ আলফাজ। যদিও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন না দিয়াবাতে। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আবাহনীর মিতুল মারমা। সুশৃঙ্খল দলের পুরস্কার পেয়েছে পুলিশ ফুটবল ক্লাব। এ অনুষ্ঠানে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের সর্বাধিক গোলদাতার পুরস্কার জেতা একজন পিডব্লিউডির মিনহাজুল করিম স্বাধীনকে গোল্ডেন বুট দেওয়া হয়েছে।

সর্বোচ্চ গোলদাতার ক্রেস্ট হাতে নিয়ে বোয়েটাং বলেন, ‘এটি আমার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি। ২০২১ সালে ঘানার দ্বিতীয় স্তরের লিগে ২১ গোর করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলাম। বাংলাদেশে প্রথম মৌসুম ছিল গতবার। প্রথমেই সর্বোচ্চ গোলদাতা হতে পারব ভাবিনি। এখন ক্লাব বদল করে মোহামেডানে এসেছি। এখানেও সর্বোচ্চ গোলদাতা হতে চাই।’

চ্যাম্পিয়ন, রানার্স আপ ট্রফি যেমন খেলার পর মাঠেই দেওয়া হয় এই পুরস্কারগুলো মাঠে বা মৌসুম শেষের পরপর প্রদান করা হয় না কেন এমন প্রশ্নের উত্তরে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড় একেবারে শেষ রাউন্ড পর্যন্ত হিসাব চলে। এক সঙ্গে পাঁচ ভেন্যুতে খেলা হয়। ফলে এটি তখনই দেওয়া সম্ভব হয় না।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। সেই লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন পিডব্লিউডির মিনহাজুল করিম স্বাধীন। ৮ গোল করা এই ফুটবলার বলেন, ‘আরেকটি পুরস্কার পেয়ে ভালোই লাগছে। বিসিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছিলাম। আমার মতো শীতলও আট গোল করেছে।’ কম্পিটিশন ম্যানেজার ঘোষণার সময় যৌথ গোলদাতার কথা বললেও আনুষ্ঠানিক বিবৃতিতে অবশ্য শুধু স্বাধীনের নামই রয়েছে। ২৩ বছর পর গত বছর লিগ চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই মোহামেডানের শিরোপা জয়ের কারিগর আলফাজ আহমেদ পেয়েছেন লিগ সেরা কোচের স্বীকৃতি। ক্যারিয়ারে খেলোয়াড় হিসেবে ফেডারেশনের অনেক ক্রেস্টই পেয়েছেন। কোচ হিসেবে আলফাজের এটাই আনুষ্ঠানিক ক্রেস্ট ফেডারেশনের পক্ষ থেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত