ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্বের দ্রুততম মানব সেভিল, মানবী উডেন

বিশ্বের দ্রুততম মানব সেভিল, মানবী উডেন

১০০ মিটার স্প্রিন্টের কথা আসলেই মনে পড়ে যায় উসাইন বোল্টের। স্প্রিন্টে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা তিনি।

১০০ মিটার, ২০০ মিটার এবং ৪০০ মিটার রিলেতে বিশ্ব ও অলিম্পিক রেকর্ডধারী একজন কিংবদন্তি দৌড়বিদ বোল্ট। তিনি টানা তিনটি অলিম্পিকে ১০০ মিটার ও ২০০ মিটার ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। ২০১৬ রিও অলিম্পিকে সর্বশেষ বিশ্বের দ্রুততম মানব হয়েছিলেন এই জ্যামাইকান। ৯ বছর পর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামের দর্শক গ্যালারিতে বসে স্বদেশি একজনকে বিশ্বসেরা হতে দেখলেন ইতিহাস সেরা এই অ্যাথলিট। গতকাল রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বিশ্ব অ্যাথলেটস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্ট জিতেছেন জ্যামাইকার ওবলিক সেভিল। এদিন

বিশ্বের দ্রুততম মানবীর খেতাব জিতলেন যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন-উডেন।

ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে ৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে স¦র্ণ জিতেছেন সেভিল। রুপা জিতেছে একই দেশের কিশানে টম্পসন, সময় নিয়েছেন ৯.৮২ সেকেন্ড। ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক চ্যাম্পিয়ন নোয়াহ লাইলস হয়েছেন তৃতীয়। উসাইন বোল্টের স্বর্ণ জয়েরর পর প্রথমবারের মতো আবারও বিশ্ব শিরোপা জিতলেন এক জামাইকান স্প্রিন্টার। আর টোকিওর গ্যালারিতে বসে সেই ঐতিহাসিক মুহূর্ত চোখ ভরে দেখলেন বোল্ট নিজেই। সেভিলের জয়ের পর খুশিতে রীতিমতো লাফিয়েছেন সর্বকালের দ্রুততম মানব। ১১ বার বিশ্বচ্যাম্পিয়ন বোল্ট বাজি ধরেছিলেন ১০০ মিটারে জামাইকানদের ‘ওয়ান-টু’ হবে। অলিম্পিক চ্যাম্পিয়ন লাইলসকে হারিয়ে টম্পসন ও সেভিল জয়ী হবেন- এমনটাই বলেছিলেন তিনি।

শেষ পর্যন্ত তার ভবিষ্যদ্বাণী মিলে গেল দারুণভাবে-ফর্ম ও কৌশল বোঝার কৃতিত্বে। ফিনিশ লাইন পেরোনোর পরই উল্লাসে ফেটে পড়লেন বোল্ট। স্টেডিয়ামে তখন বাজতে শুরু করেছ বব মার্লের বিখ্যাত গান ‘বাফেলো সোলজার’। উল্লাসে মেতেছিল জামাইকান দর্শকের বড় এক অংশও। সাড়া দিয়ে সেভিল নিজের স্প্রিন্ট স্যুটের ওপরের অংশ ছিঁড়েই ফেললেন। ২৪ বছর বয়সি সেভিল এক বছর আগে প্যারিস অলিম্পিকে ১০০ মিটারের ফাইনালে আটজনের মধ্যে অষ্টম হয়েছিলেন।

প্যারিসে সেভিল সময় নিয়েছিলেন ৯.৯১ সেকেন্ড। এদিন সেভিল শুরু থেকেই বুঝিয়ে দেন বড় কিছুই করতে যাচ্ছেন। তার যা প্রতিদ্বন্দ্বিতা সবটুকুই হয়েছে সতীর্থ কিশানে টম্পসনের সঙ্গে। অলিম্পিক ও গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন নোয়াহ লাইলস শুরু থেকেই পিছিয়ে ছিলেন। ১০০ মিটার স্প্রিন্টের শুরুটা হয়েছিল ফলস স্টার্ট দিয়ে। প্যারিস অলিম্পিকে ২০০ মিটারের স¦র্ণজয়ী বোতসোয়ানার লেতসিলে তেবোগো হয়েছেন ডিসকোয়ালিফাইড।

চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে স¦র্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন উডেন। ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে নতুন চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়েছেন ২৪ বছর বয়সি এই স্প্রিন্টার। এত কম সময় নিয়ে এর আগে কেউ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হতে পারেননি। সব মিলিয়ে এটি এই ইভেন্টে সর্বকালের চতুর্থ দ্রুততম দৌড়। দ্বিতীয় হয়েছেন জ্যামাইকার টিয়া ক্লেটন; সময় নিয়েছেন ১০.৭৬ সেকেন্ড। তৃতীয় হয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড; তার দৌড় শেষ করতে লেগেছে ১০.৮৪ সেকেন্ড। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জেতা জেফারসেন-উডেনকেই এবার আলফ্রেডের মূল প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছিল। কারণ, এই মৌসুমে জেফারসেন-উডেনই সবচেয়ে দ্রুত দৌড়েছেন। যদিও হিটে জেফারসন-উডেনের (১০.৯৯ সেকেন্ড) চেয়ে কম সময় নিয়েছিলেন সেন্ট আলফ্রেড (১০.৯৩)। কিন্তু আসল লড়াইয়ে তিনি পেরে উঠলেন না। নিজের শেষ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে খেলতে নামা জ্যামাইকান তারকা শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে হয়েছেন ষষ্ঠ; দৌড় শেষ করতে তার লেগেছে ১১.০৩ সেকেন্ড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত