
বিপিএলের আগে এনসিএল আয়োজন নিয়ে যা বললেন আশরাফুল গত রোববার থেকে শুরু হয়েছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। যেখানে অংশ নিয়েছেন দেশি ক্রিকেটাররা। এরপর আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের আগে এই এনসিএল আয়োজনে অনেক সুফল দেখছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। গতকাল সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন এনসিএলে ভালো করা ক্রিকেটারদের দিকে বাড়তি নজর থাকবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের। ফলে দেশি ক্রিকেটাররা যেন এই টুর্নামেন্ট দিয়ে নজর কাড়তে পারেন সেই আশা রাখছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। আশরাফুল বলেন, ‘মাত্র গত বছরই চালু হয়েছে টি-টোয়েন্টি, এনসিএল টি-টোয়েন্টি চালু হয়েছে, এটা সেকেন্ড ইয়ার।’