ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্ব অ্যাথলেটিকসে ৪২তম নাজিমুল

বিশ্ব অ্যাথলেটিকসে ৪২তম নাজিমুল

বিশ্ব অ্যাথলেটিকসে চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে ৪৪ জনের মধ্যে ৪২তম হয়েছেন বাংলাদেশের নাজিমুল হাসান। গতকাল সোমবার জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৪০০ মিটার হার্ডেলসে পাঁচ নম্বর হিটে দৌড়ান তিনি। হিটে ৯ জনের মধ্যে নবম হয়েছেন। তার টাইমিং ছিল ৫২.৪৭ সেকেন্ড। তবে তার হিটে প্রথম হওয়া নাইজেরিয়ার নাথানিয়েলের টাইমিং ৪৮.৩৭ সেকেন্ড। পাঁচ হিট মিলিয়ে ৪০০ মিটার হার্ডেলস পুরুষ ইভেন্টে মোট প্রতিযোগী ছিলেন ৪৪ জন। বাংলাদেশের নাজিমুল ৪৪ জনের মধ্যে ৪২তম হয়েছেন। তার পেছনে থাকা দুই অ্যাথলেটের একজন সেন্ট কিটস অ্যান্ড নেভিসের আরেকজন ম্যাকাওয়ের। প্রতি হিট থেকে চারজন ও পাঁচ হিট মিলিয়ে সর্বোচ্চ টাইমিংধারী চারজন মোট ২৪ জন সেমিফাইনালে উঠেছেন।

জাতীয় মিটের চেয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাজে টাইমিং করেন নাজিমুল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত