
পিএসজি ছেড়ে এলেন কিলিয়ান এমবাপ্পে, সেই দল গত মৌসুমে জিতে নিল অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। রিয়াল মাদ্রিদে চলে আসায় ফরাসি ফরোয়ার্ডের ইউরোপ সেরার ট্রফি জয়ের স্বাদ অপূর্ণই রয়ে যায়। শিরোপাটি জয়ের ভাবনায় কি মগ্ন হয়ে আছেন এমবাপ্পে, তিনি কি আচ্ছন্ন অধরা এই মুকুটে? রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ও কোচ জাাবি আলোন্সো তুলে ধরলেন নিজেদের পর্যবেক্ষণ। আজ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের দল অলিম্পিক মার্সেইয়ের মুখোমুখি হবে তারা। এর আগের দিন সংবাদ সম্মেলনে রিয়ালের প্রতিনিধি হয়ে এলেন চুয়ামেনি ও আলোন্সো। এমবাপ্পেকে নিয়ে দুই জন একই প্রশ্নের মুখোমুখি হলেন। চুয়ামেনি তুলে ধরলেন এমবাপ্পের বিজয়ী মানসিকতার কথা। ‘চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আচ্ছন্ন এমবাপ্পে? আমরা জানি, সে এখনও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। এটা ক্লাবের একটি লক্ষ্য। কিলিয়ান সবসময়ই জিততে চায়। আর আমরা সেটা একত্রে করার চেষ্টা করব। প্রথম লক্ষ্য, আগামী কালকের ম্যাচে। আমাদের শারীরিক ও মানসিকভাবে তৈরি থাকতে হবে।’ চুয়ামেনির মতো প্রায় একই পর্যবেক্ষণ আলোন্সোরও। তিনি বললেন, দল হিসেবেই রিয়াল প্রতি বছর মাঠে নামে চ্যাম্পিয়ন্স লিগ জিততে। ‘এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগে মগ্ন? না। আমরা নতুন এক পরিকল্পনায় সবে শুরু করেছি। লক্ষ্যগুলোর একটি হলো, চ্যাম্পিয়ন্স লিগ জেতা। কিলিয়ান এই যাত্রার অংশ, তাকে আমি মগ্ন দেখছি না। আজও আমরা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলেছি, কিন্তু মে মাস (ফাইনাল) নিয়ে কিছু বলিনি। আমরা আজকের দিনটা নিয়ে কথা বলেছি।’ পিএসজির হয়ে ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বেশ কাছে গিয়েছিলেন এমবাপ্পে।