ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাত মেলাল না ভারতীয় ক্রিকেটাররা

পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন পাকিস্তানের

পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন পাকিস্তানের

সীমান্তে ?যুদ্ধ হয়েছে, তবু মাঠে ক্রিকেট খেলেছে ভারত-পাকিস্তান। এমন উদাহরণ কম নেই। শচীন টেন্ডুলকার-ওয়াসিম আকরামরা সৌজন্যতার খাতিরে আড্ডাও দিয়েছেন। তবে এবারের এশিয়া কাপে যা হলো- সেটা রীতিমতো ক্রিকেটীয় চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। টসের সময় পাকিস্তান অধিনায়ক আগা সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার। ম্যাচ শেষেও একই কাণ্ড। পাকিস্তানিদের সঙ্গে হাত মেলানো পরের কথা, সূর্যকুমার ও শিবম দুবে ফিরেও তাকাননি। সোজা হাঁটা দিয়েছেন ড্রেসিংরুমের দিকে। তারা ড্রেসিংরুমে ঢুকতেই দরজা লাগিয়ে দিয়েছেন সতীর্থ কেউ। পাকিস্তানের কোনো ক্রিকেটার যেন ভারতীয়দের ড্রেসিংরুমে দেখা করতে না আসে। সেই ঘটনা অবশ্য সম্প্রচারকারী চ্যানেলে দেখানো হয়নি। খেলা শেষ হতে বিজ্ঞাপন দেখাতে শুরু করে সনি স্পোর্টস। এমন আচরণের প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেছে পাকিস্তান। মাঠের বাইরের এসব ঘটনা বিতর্ক জন্ম দিয়েছে বেশ।

এর ব্যাখ্যায় সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদব বলেছেন, ‘কয়েকটা কথা বলতে চাই। এর থেকে ভালো সুযোগ হয়তো পাব না। আমার মনে হয় স্পোর্টসমানশিপের ঊর্ধ্বেও কিছু জিনিস আছে। আমরা পেহেলগামে নিহতদের পরিবারের পাশে আছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীরও পাশে রয়েছি। আমরা এখানে আসার সময়েই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, খেলতে আসছি। এর যোগ্য জবাব দিতে চেয়েছিলাম। মাঠেই এর যথাযথ জবাব দিয়েছি। বিসিসিআই এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত।’ গত রোববার ছিল সূর্যকুমারের জন্মদিন। বিশেষ সেই দিনে পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। দলের স্পিনারদের প্রশংসায় পঞ্চমুখ টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক, ‘প্রথম কথা হল, বিশেষ এই দিনে জেতার অনুভূতিই আলাদা। এই জয় দেশবাসীকে দেওয়া রিটার্ন গিফট। স্পিনাররা অসাধারণ ছিল। ওরা ১২ ওভার বল করেছে।’ ভারত-পাকিস্তান খেলা চলাকালীন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন সামাজিক যোগোযোগমাধ্যমে লিখেছিলেন, ‘তা হলে খেলা হচ্ছে। আমি আশা করছি, আমাদের ক্রিকেটারেরা কালো আর্মব্যান্ড পরবেন ও হাঁটু মুড়ে শ্রদ্ধা জানাবেন।’ সেটা অবশ্য করেননি ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের কোনও রকম সম্মানও জানাননি । বুঝিয়ে দিয়েছেন, সূচি অনুযায়ী খেলছেন। তার বাইরে পাক ক্রিকেটারদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদের। টসের সময়ও হাত মেলাননি দুই অধিনায়ক। শুধু তাই নয়, চোখে চোখও রাখেননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত