
তারুণ্যের উৎসব উপলক্ষে পুরুষ ও নারীদের ছয় দলের ৪৮ জন শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদদের নিয়ে শুরু হয়েছে জাতীয় হুইলচেয়ার বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের খেলা। গতকাল সোমবার ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) উদ্যোগে প্যারা অ্যাথলেটদের অংশগ্রহণে সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড (সিআরপি) সেন্টারে শুরু হয়েছে দুই দিনের এই টুর্নামেন্ট। সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি এন টেইলর খেলার উদ্বোধন করেন। এ সময় সিআরপির নির্বাহী পরিচালক ও এনপিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ড. মোহাম্মদ সোহরাব হোসাইন ও সিআরপির ট্রাস্টি বোর্ডের (টিআরপি) সদস্য আমিনুল হক এবং এনপিসির মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভেলরি এন টেইলর বলেন, ‘খেলাধুলা শুধু প্রতিযোগিতার জন্য নয়, এটি উপভোগের জন্যও হওয়া উচিত যাতে সকলের মনে আনন্দ পেতে পারে।’ তিনি খেলোয়াড়দের প্রতিদিন ধীরে ধীরে নিজেদের উন্নতির প্রতিও গুরুত্ব প্রদান করেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। প্রথম দিনে পুরুষ খেলোয়াড়দের সর্বমোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়। যার মধ্যে সর্বোচ্চ স্কোরকারী দুটি দল ফাইনালে অংশগ্রহণের সুযোগ পায়। নারী খেলোয়াড়দের দুটি দল পরস্পর দুটি ম্যাচে অংশগ্রহণ করে যার স্কোরের উপরভিত্তি করে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়।