ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এনসিএল টি-টোয়েন্টি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

এনসিএল টি-টোয়েন্টি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রতিকূল আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। বিষয়টি দ্য ডেইলি স্টারকে গতকাল মঙ্গলবার নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

গত রোববার শুরু হয় টি-টোয়েন্টি সংস্করণের এনসিএল টুর্নামেন্ট। কিন্তু একটানা বৃষ্টি শুরু থেকেই ভুগিয়েছে আয়োজকদের। শিগগিরই আবহাওয়ার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপাতত তাই এনসিএল টি-টোয়েন্টিই স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। অন্তত আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টের খেলা বন্ধ থাকবে।

আকরাম বলেছেন, ‘হ্যাঁ, আমরা টুর্নামেন্ট স্থগিত করেছি। আমরা জেনেছি, ২৫ তারিখ পর্যন্ত আবহাওয়া ভালো থাকবে না। এরপর আমরা আলোচনায় বসে নতুন সূচি নির্ধারণ করব।’ বিসিবিও এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে, ‘সারা দেশে বিরূপ আবহাওয়ার কারণে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ২০২৫-২৬ মৌসুমের ম্যাচগুলো স্থগিত করেছে টেকনিক্যাল কমিটি। টুর্নামেন্ট পুনরায় শুরুর সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।’

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বগুড়ায় একটি বলও মাঠে গড়াতে পারেনি। ফলে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। আর রাজশাহীতে শুধু ৫ ওভারের একটি ম্যাচ আয়োজন করা সম্ভব হয়। সেখানে ঢাকা মেট্রো জেতে স্বাগতিক রাজশাহীর বিপক্ষে। বগুড়ায় পরবর্তী দিনগুলোতেও বৃষ্টির পূর্বাভাস থাকায় সেখানকার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। রাজশাহীতে হওয়ার কথা ম্যাচ দুটিও পরিত্যক্ত হয় বৃষ্টির বাগড়ায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত