ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস সেক্রেটারিজ ফোরামের এডহক কমিটি

বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস সেক্রেটারিজ ফোরামের এডহক কমিটি

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নেতৃত্বের নতুন সুযোগ সামনে এসেছে। বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস সেক্রেটারিজ ফোরামের (বিএসএফএসএফ) এডহক কমিটি গঠন করেছে। গত সোমবার রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিত সভায় এক বছরের জন্য সংগঠনটির নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু। এছাড়া বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান এবং বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন হয়েছেন সহ-সভাপতি। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন হয়েছেন যুগ্ম-সচিব এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত এডহক কমিটি আগামী একবছরের মধ্যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত কমিটির কাছে দ্বায়িত্ব বুঝিয়ে দেবে। এর মাঝে এ এডহক কমিটি একটি ফান্ড গঠন ও অন্যান্য কার্যক্রমও পরিচালনা করে যাবে। ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য অনুসারে এ সংগঠনের কাজ হল আওতাভুক্ত সকল ফেডারেশনের খেলার প্রচার, প্রসার ও উন্নয়নকল্পে একত্রীভূত ও সম্মিলিত সহযোগিতার ক্ষেত্র তৈরি করা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত