ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চ্যাম্পিয়ন লাল দল

চ্যাম্পিয়ন লাল দল

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় হুইলচেয়ার বাস্কেটবলের পুরুষ ও মেয়েদের দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে লাল দল। গতকাল মঙ্গলবার ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) উদ্যোগে সাভারের সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অব দি প্যারালাইজডে (সিআরপি) অনুষ্ঠিত ছেলেদের চ্যাম্পিয়ন লাল দলের আটজনকে আটটি স্বর্ণপদক দেওয়া হয়। প্রথম রানার্সআপ সবুজ দল ও দ্বিতীয় রানার্সআপ নীল দল। অন্যদিকে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়ে লাল দলের খেলোয়াড়গণ স্বর্ণপদক এবং রানার আপ হয়ে সবুজ দলের খেলোয়াড়গণ রুপা জেতেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি এন টেইলর। এ সময় সিআরপির নির্বাহী পরিচালক ও এনপিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ড. মোহাম্মদ সোহরাব হোসাইন, এনপিসি বাংলাদেশের মহাসচিব ড. মারুফ আহমেদ এবং এনপিসির যুগ্ম সম্পাদক ও সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত