
ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হয়েছে দুইদিন হতে চলল। এখনও তা নিয়ে আলোচনা চলছে। না, ম্যাচের ফল নিয়ে নয়। আলোচনা ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়ে। ম্যাচের আগে টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান দলপতি সালমান আলি আগার সঙ্গে হাত মেলাননি। এমনকি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটও পাকিস্তান অধিনায়ককে সূর্যকুমারের সঙ্গে হাত না মেলাতে বলেন। একজন ম্যাচ রেফারি কীভাবে একটি দলের পক্ষ হয়ে এমন কথা বলেন, তা নিয়েই ছিল পাকিস্তানের অভিযোগ।