ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

চারবার ব্যর্থ হওয়ার পর এবার শিরোপা মিশন নিয়েই সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলতে গেছে বাংলাদেশ। আজ নামজুল হুদা ফয়সালদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ নেপাল। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি। এর আগেও এই টুর্নামেন্টে খেলেছেন ফয়সাল। কিন্তু প্রতিবারই আফসোসে পুড়েছেন। ট্রফি না পাওয়ার সেই দগদগে ঘায়ে এবার প্রলেপ দিতে চান শিরোপা জিতে। শ্রীলঙ্কায় যাওয়ার আগে যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে শিষ্যদের নিয়ে সাত সপ্তাহের অনুশীলন করেছেন কোচ গোলাম রব্বানী। দীর্ঘ অনুশীলন ক্যাম্প করায় শিরোপার ব্যাপারে আত্মবিশ্বাসী ফয়সাল। গতকাল বুধবার ম্যাচ ভেন্যুতে অনুশীলন করে ফয়সাল বলেন, ‘এই টুর্নামেন্টে ভারতের পরেই শক্তিশালী দল নেপাল। এরইমধ্যে এ-গ্রুপে তারা শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে। এখন আমাদের সঙ্গে লড়বে। আশাকরি শতভাগ দিয়ে খেলে ম্যাচটা জিততে চেষ্টা করব।’

কোচ গোলাম রব্বানীর কথা, ‘ছেলেরা এখানে এসে চার সেশন অনুশীলন করেছে। সবাই উজ্জীবিত নেপালের সঙ্গে খেলার জন্য। ছেলেরা যদি কঠিন পরিশ্রম, শৃংখলা, সাহস ও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারে, তাহলে জিতেব। দেশবাসীর কাছে দোয়া চাই।’ তিন দলের এই গ্রুপ থেকে সেরা দুটি দল সেমিফাইনালে উঠবে। বি-গ্রুপ থেকে সেরা দুই দল খেলবে শেষ চারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত