ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আফগানিস্তানকে নিচে ঠেলে এক ধাপ এগোল বাংলাদেশ

টি-টোয়েন্টি র‍্যাংকিং
আফগানিস্তানকে নিচে ঠেলে এক ধাপ এগোল বাংলাদেশ

এশিয়া কাপের স্বপ্ন জিইয়ে রাখতে বিকল্প ছিল না জয়ের। আফগানিস্তানের বিপক্ষে ভুল করেনি বাংলাদেশ দল। নবী-রশিদদের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সুপার ওভারে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। এই জয়ে আইসিসি র‍্যাংকিংয়েও বড় সুখবর পেয়েছে লিটন দাসের দল। দলগত টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগে তারা ছিল দশ নম্বরে, এখন নয়ে।

আফগানিস্তান এক ধাপ নিচে নেমে দশ নম্বরে এখন। গতকাল বুধবার আইসিসি র‍্যাংকিং হালনাগাদের পর সুখবরটি পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে টাইগারদের রেটিং এখন ২২২। সমান রেটিং নিয়ে ১০ নম্বরে নেমে গেছে আফগানিস্তান। পয়েন্টের দিক থেকে আফগানদের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে। টাইগারদের পয়েন্ট যেখানে ১২ হাজার ২২৩, আফগানদের পয়েন্ট সেখানে ৮ হাজার ২১৩। আফগানদের হারানোর আগেও ১০ নম্বরে ছিল বাংলাদেশ। এবার সেখানেই আফগানদের ঠেলে নয়ে উঠেছে লিটনরা। বাংলাদেশ ও আফগানিস্তানের উঠানামা ছাড়া টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আর কোনো পরিবর্তন হয়নি। সর্বোচ্চ ২৭১ রেটিং নিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে ভারত। অস্ট্রেলিয়া ২ নম্বরে। তিনে থাকা ইংল্যান্ডের রেটিং ২৫৭। চারে নিউজিল্যান্ড। ৫ নম্বরে দক্ষিণ আফ্রিকা। ৬-এ ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা ২৩২ রেটিং নিয়ে আছে সাতে। সমান রেটিং নিয়ে ৮ নম্বরে পাকিস্তান। দলীয় উন্নতির মতো ব্যক্তিগত সাফল্যও এসেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত