
ইরানি কোচ আলিপোর আরজির সঙ্গে সুখের সময় শেষ বাংলাদেশ ভলিবলের। দীর্ঘ দিন লাল সবুজের ভলিবলে কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তার জায়গায় এবার নতুন স্বপ্ন নিয়ে আসছেন জাপানি কোচ রায়ান মাসাজেদি। আজ গভীর রাতে ঢাকায় এসে পৌঁছবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ। তার কথা, ‘আমরা নতুন স্বপ্ন নিয়ে জাপানি কোচ মাসাজেদিকে নিয়ে আসছি। বৃহস্পতিবার গভীর রাতে তিনি বাংলাদেশে আসছেন।’
সামনেই ছেলে ও মেয়েদের দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে। ২২ অক্টোবর ঢাকায় শুরু হবে পুরুষদের সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ (কাভা) টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশ ছাড়াও খেলবে মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তানসহ নয় দেশ। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় সাত দিনব্যাপী এই টুর্নামেন্টে কোচের দায়িত্ব পালন করবেন রায়ান মাসাজেদি। এছাড়াও ডিসেম্বরে একই টুর্নামেন্ট খেলতে মালদ্বীপে যাবে মেয়েরা।
বিমল ঘোষ বলেন, ‘এই দুটি টুর্নামেন্ট ছাড়াও আমাদের মূল লক্ষ্য সাউথ এশিয়া (এসএ) গেমসে পদক পুনরুদ্ধার করা। অনেক আগে হারানো সেই পদক জেতার লক্ষ্য নিয়েই মাসাজেদিকে আনা হচ্ছে। আশা করি, তিনি আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন। তার অভিজ্ঞতা ও কৌশল আমাদের ছেলেদের জন্য অনেক নিয়ামক হবে।’