
মালদ্বীপের কুলহুদহুফুশিতে চলমান কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে দারুণ প্রত্যাবর্তনের মাধ্যমে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার লাল-সবুজরা ২-১ সেটে জয় তুলে নেয় প্রতিবেশী প্রতিপক্ষের বিপক্ষে। প্রথম সেটে ২৮-১৬ পয়েন্টে পিছিয়ে পড়লেও পরের দুই সেটে দুর্দান্ত লড়াইয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে ১৯-৩ এবং নির্ধারণী সেটে ৭-৩ পয়েন্টে জিতে নেয় ম্যাচ। এর আগেই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে ২৪-৭ ও ২৯-২০ ব্যবধানে সরাসরি দুই সেটে হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন খোকন মোল্লা, যিনি দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। লিগ ভিত্তিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ছয়টি দল -বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মালদ্বীপ।
বাংলাদেশ দল আত্মবিশ্বাস নিয়েই নেমেছিল প্রতিযোগিতায়। টুর্নামেন্ট শুরুর আগে কয়েকদিন মালদ্বীপে নিবিড় অনুশীলন করেছে লাল-সবুজরা। তার সুফলই মিলছে এখন, একের পর এক আন্তর্জাতিক ম্যাচে দারুণ পারফরম্যান্সে সাফল্যের ধারায় এগিয়ে যাচ্ছে দল। এই প্রতিবেদন লেখার সময় নিজেদের পরের ম্যাচে শ্রীলঙ্কার মোকাবিলা করছিল বাংলাদেশ।