ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কিউট-বিএসপিএ ক্রীড়া উৎসব শুরু আজ

কিউট-বিএসপিএ ক্রীড়া উৎসব শুরু আজ

বছর ঘুরে আবারও এলো ‘বিএসপিএ স্পোর্টস কার্নিভাল’। গত দশ বছর ধরে সদস্যদের জন্য এই স্পোর্টস কার্নিভাল আয়োজন করছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। গত অর্ধ যুগ ধরে এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন গ্রুপ। এবার প্রথমবারের মতো এবার এই আয়োজনে সহায়তা দিচ্ছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’। ফলে এবার আসরটির নামকরণ করা হয়েছে কিউট-বিএসপিএর স্পোর্টস কার্নিভাল। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিএসপিএর এই ক্রীড়া উৎসব। সকাল ১১টায় শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

এবার ৯ স্পোর্টস ডিসিপ্লিনের ১৪ ইভেন্টে অংশ নেবেন বিএসপিএর শতাধিক সদস্য। ডিসিপ্লিনগুলো হলো আরচ্যারি, ক্যারম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স, কলব্রিজ, টোয়েন্টি নাইন ও শুটিং। সবকটি খেলাই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে। কার্নিভাল উপলক্ষে গতকাল শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএসপিএর সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সামন হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্পন্সর প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, বিএসপিএর ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম ও সদস্য সচিব আবু হোরায়রা তামিম। প্রতিবারের মতো এবারও স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদের হাতে তুলে দেওয়া হবে আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। ট্রফি ও অর্থ পুরস্কার থাকছে সেরা দুই রানার্সআপের জন্যও। এছাড়া প্রতিটি ইভেন্টের সেরাদের জন্য থাকছে ক্রেস্ট ও অর্থ পুরস্কার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত