ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

টিটি এককে চঞ্চল দ্বৈতে চঞ্চল-রুমেল জুটি চ্যাম্পিয়ন

টিটি এককে চঞ্চল দ্বৈতে চঞ্চল-রুমেল জুটি চ্যাম্পিয়ন

টেবিল টেনিস ডিসিপ্লিনের মধ্য দিয়ে শুরু হয়েছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল। গতকাল রোববার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। উদ্বোধনী দিনে টেবিল টেনিসে (টিটি) ডিসিপ্লিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। টিটির এককে মাহমুদুন্নবী চঞ্চল ২-০ সেটে মুসাহ মুকুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

দ্বৈতে চঞ্চল ও রুমেল খান জুটি সুদীপ্ত আহমদ আনন্দ ও রুবেল জুবায়ের জুটিকে ২-১ সেটে হারিয়ে টানা সপ্তম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন। এককে রুমেল খান ও দ্বৈতে শামীম হাসান ও মামুন হোসেন জুটি তৃতীয় হয়েছেন। এবারের স্পোর্টস কানির্ভালে ৯টি ডিসিপ্লিনে মোট ১৩টি ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ইভেন্টগুলো হলো- ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, দাবা, শ্যুটিং, আরচ্যারি, সাঁতার, কলব্রিজ ও টোয়েন্টি নাইন। সবকটি খেলাই অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে। আজ সকালে বিএসপিএ কার্যালয়ে কলব্রিজ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত