
লিওনেল মেসির জাদুতে আরও একটি জয় পেল ইন্টার মায়ামি। আর্জেন্টাইন সুপারস্টার দুর্দান্ত দুটি গোল করার পাশাপাশি এক গোলে সহায়তাও করেন।
যার ফলে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে এমএলএস কাপ প্লে-অফের পথে আরও এক ধাপ এগোল মায়ামি। সম্প্রতি শোনা যাচ্ছে, মেসি অন্তত আগামী বছর পর্যন্ত ইন্টার মায়ামিতে থেকে যাওয়ার জন্য চুক্তি নবায়নের পথে।
সেই আলোচনার মাঝেই মাঠে তার পারফরম্যান্স দেখাল কেন ক্লাব ও মেজর লিগ সকার মরিয়া হয়ে তাকে ধরে রাখতে চায়। ৩৮ বছর বয়সি মেসির এই মৌসুমে এখন পর্যন্ত ২২ ম্যাচে ২২ গোল।