ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অবসরের ঘোষণা ওকসের

অবসরের ঘোষণা ওকসের

হয়তো এটিই তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের শেষ দিনে দলের প্রয়োজনে অসামান্য এক বীরত্ব দেখান ক্রিস ওকস। কাঁধের চোট নিয়ে যখন তার মাঠের বাইরে থাকার কথা, তখন হাতে স্লিং ঝুলিয়ে নেমে পড়েছিলেন ব্যাট করতে। গৌরবময় সেই মুহূর্তটিই হয়ে রইলো ওকসের ক্যারিয়ারের শেষ দৃশ্য। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ৩৬ বছর বয়সি এই ইংলিশ অররাউন্ডার। গত জুলাইয়ে ভারতের বিপক্ষে ওভাল টেস্টে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন ওকস। সেই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় সম্প্রতি ঘোষিত অ্যাশেজ স্কোয়াডে তার নাম ছিল না। ইংল্যান্ড দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি স্পষ্ট করে বলেন, ‘ওকস আমাদের ভবিষ্যতের পরিকল্পনায় নেই।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত