ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিকেএসপিতে আন্তর্জাতিক বাস্কেটবল শুরু

বিকেএসপিতে আন্তর্জাতিক বাস্কেটবল শুরু

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫ম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিকেএসপিতে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। প্রতিযোগিতায় ৫টি বিশ্ববিদ্যালয় দল ১টি একাডেমি দল, ১টি জেলা পর্যায়ের দল ও বিকেএসপির ২টি দলসহ মোট ৯টি দর অংশগ্রহণ করছে। তিনি অংশগ্রহণকারী সব দলকে বিকোসেপিতে স্বাগত জানান, এবং টুর্নামেন্টের সফল সমাপ্তির আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী দিনে বিকেএসপি ‘এ’ দল ডেফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৬৬-২৬ পয়েন্টে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটিকে ৭০-৭১ পয়েন্টে পরাজিত করে। প্রতিযোগিতার অন্যান্য দলগুলো হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রজশাহীর ফরহাদ বাস্কেটবল একাডেমি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, খুলনা ক্রীড়া সংস্থা ও বিকেএসপি-বি দল। আগামী ২১ অক্টোবর টুর্নামেন্টের সমাপ্তি হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত