ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নভেম্বরে প্রথম বিভাগ শুরু

ঘরোয়া লিগ নিয়ে আলোচনায় বসছে বিসিবি

ঘরোয়া লিগ নিয়ে আলোচনায় বসছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে তৈরি হওয়া সংকটে অনিশ্চয়তায় পড়েছে ঘরোয়া লিগ। এক পক্ষের বর্জনের মধ্যে চলতি মাসের শুরুতে বিসিবি নির্বাচনের পর দায়িত্ব গ্রহণ করেছে নতুন পরিচালনা পর্ষদ। যেখানে পূর্ণ মেয়াদে সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তবে সময়টা ঠিক উপভোগ্য নয় তার জন্য, নির্বাচন বয়কট করা ঢাকার ক্লাব সংগঠকরা ঘরোয়া ক্রিকেটের সব লিগ বর্জন করেছে। সব শঙ্কা ছাপিয়ে ঘরোয়া লিগ চালুর ব্যাপারে আলোচনায় বসতে যাচ্ছে বিসিবি।

বিসিবি নির্বাচনের পর গত ৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে লিগ বর্জনের ঘোষণা দিয়েছিলেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। সেখানে অন্যান্য সংগঠকদের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। সংবাদ সম্মেলনে স্পষ্ট করে তারা জানান, বিসিবি নির্বাচনে অনিয়ম নিয়ে অভিযোগ থাকা সত্ত্বেও দাবি না মেনে নেওয়ায় ঘরোয়া কোনো লিগে খেলবেন না।

এদিকে, নতুন করে জানা গেছে আগামী নভেম্বর মাসের শুরুতে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এরইমধ্যে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) থেকে যোগাযোগ করা হয়েছে সব ক্লাবের সঙ্গেও। যারা খেলবেন না বলে জানিয়েছিলেন তাদের খেলার ব্যাপারেও শতভাগ আশাবাদী সিসিডিএম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত