
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কালো রঙের মন্থর উইকেট ভীষণ সহায়তা করেছে স্পিনারদের। তা অনুধাবন করে বোলিং আক্রমণে স্পিন বিভাগের শক্তি আরও বাড়াল বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি দুটি ওয়ানডের জন্য স্কোয়াডে যুক্ত হলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় ১০ মাস পর এই ফরম্যাটের দলে ফিরলেন নাসুম। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে বাঁহাতি এই স্পিনারকে। ১৬ জনের আগের স্কোয়াডে স্পিনার হিসেবে ছিলেন অধিনায়ক অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, বাঁহাতি স্পিনার তানভির ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনজনই খেলেছেন গত
শনিবার সিরিজের প্রথম ম্যাচে। ৬ উইকেট নিয়ে রিশাদ ছিলেন জয়ের নায়ক। ১০ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে একটি উইকেট নেন মিরাজ। তবে তানভির একটি উইকেট নিলেও উইকেট অনুযায়ী খুব ভালো বোলিং করতে পারেননি। নাসুমকে স্কোয়াডে রাখায় বিকল্প একজন বাঁহাতি স্পিনার থাকছে টিম ম্যানেজমেন্টের হাতে। তানভিরের জায়গায় তাকে খেলানোর সুযোগ যেমন থাকবে, তেমনি উইকেট প্রথম ম্যাচের মতোই থাকলে পেসার একজম কমিয়ে স্পিনার আরেকজন বাড়ানোর সুযোগও থাকবে। প্রথম ম্যাচে যেমন তাসকিন আহমেদ বোলিং পেয়েছেন স্রেফ দুই ওভার।